পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গরুর সঙ্গে ধাক্কা, ক্ষতিগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেসের সামনের অংশ - বন্দে ভারত এক্সপ্রেস

Vande Bharat Express Accident: লাইনে গরু চলে আসায় দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস ৷ ভেঙে গেল ট্রেনের সামনের অংশ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গরুটির ৷

Etv Bharat
ক্ষতিগ্রস্ত বন্দে ভারতের সামনের অংশ

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 11:41 AM IST

সোনিপত (হরিয়ানা), 14 জানুয়ারি: দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস ৷ হরিয়ানার সোনিপতের গনৌর রেলস্টেশনে এই বড় দুর্ঘটনা ঘটেছে । এর জেরে বন্দে ভারতের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

জানা গিয়েছে, শনিবার বিকেলে অমৃতসর থেকে নয়াদিল্লিগামী 22488 বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার মুখোমুখি হয় । সোনিপাতের গুমদ রোড ফ্লাইওভারের কাছে গনৌর রেলস্টেশনে যাওয়ার সময় একটি গরু হঠাৎ সামনে চলে আসে ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় গরুটি ।

দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় । দুর্ঘটনার পরে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রায় 20 থেকে 25 মিনিট রেলস্টেশনে থেমে যায় । ট্রেনে থাকা ইঞ্জিনিয়ারদের দল স্টেশনে নেমে ক্ষতিগ্রস্ত অংশ সরিয়ে নেয় । এরপর ট্রেনটি ছাড়ে ৷

এই বিষয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট জানিয়েছেন যে, অমৃতসর থেকে নয়াদিল্লি যাওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেস বেলা 12টা 58 মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে ৷ তারপরে ট্রেনটি স্টেশনে থামে । ট্রেনে থাকা ইঞ্জিনিয়াররা দুর্ঘটনার বিষয়ে কন্ট্রোল রুমকে জানান ৷ তারাই ট্রেনের সামনের ক্ষতিগ্রস্ত অংশটি সরিয়ে দেন ৷ অতঃপর ট্রেনটি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেয় দুপুর 1টা 21 মিনিটে । নিরাপত্তার জন্য ঘটনার মুহূর্তে সেখানে আরপিএফ এবং জিআরপি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন ।

বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত অংশ সম্পর্কে রেলের কর্মীদের বক্তব্য যে, গবাদি পশুর সঙ্গে সংঘর্ষের জেরে ট্রেনটির সামনের কোচের নোটের কভারটি ক্ষতিগ্রস্ত হয় । তবে এ ছাড়া ট্রেনের অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ সব যাত্রীরা নিরাপদে আছেন । তবে দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হবে ।

আরও পড়ুন :

  1. বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় ফের মৃত্যু! মালদায় প্রাণ গেল ছাত্রীর
  2. হাওড়া-পুরী রুটে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালাবে পূর্ব রেল, জেনে নিন দিনক্ষণ
  3. ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী

ABOUT THE AUTHOR

...view details