পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Andhra Pradesh Stampede Tragedy: অন্ধ্রপ্রদেশে পদপিষ্ট হয়ে মৃত 8, শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

কান্দুকুর শহরে চন্দ্রবাবু নাইডুর (TDP chief N Chandrababu Naidu) রোড শো'য়ে পদপিষ্টের ঘটনায় মারা গিয়েছেন আট জন (Andhra Pradesh Stampede Tragedy) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি (AP Chief Minister YS Jagan Mohan Reddy) নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা ও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ।

ETV Bharat
অন্ধ্রপ্রদেশের পদপিষ্টের ঘটনা

By

Published : Dec 29, 2022, 3:33 PM IST

নেলোর (অন্ধ্রপ্রদেশ), 29 ডিসেম্বর: বুধবার অন্ধ্রপ্রদেশের নেলোরের কান্দুকুরেতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডুর (TDP chief N Chandrababu Naidu) একটি জনসভা ছিল ৷ রোড শো চলাকালীন পদপিষ্ট হন অনেকে ৷ সেই ঘটনায় এখনও অবধি মারা গিয়েছেন 8 জন (Death toll in Nellore stampede reaches 8) । হাসপাতালে পৌঁছনোর সময় সাতজন মারা যান ৷ চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গিয়েছেন । গুরুতর আহত আরও পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

কান্দুকুরের (Kandukur) এনটিআর সার্কেলে নাইডু যখন রোড শোতে ভাষণ দিচ্ছিলেন তখন ঘটনাটি ঘটে ৷ সেসময় দর্শকদের মধ্যে কিছু লোক ড্রেনেজ খালে পড়ে যান । সভাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হলে সেখানে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় । আতঙ্কের ফলে লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ যার জেরে তাদের মধ্যে কিছুজন বাইক এবং স্কুটার থেকে পড়ে যান ৷

মর্মান্তির ঘটনার পরে নাইডু অবিলম্বে এদিনের সভা বাতিল করে দেন ৷ তিনি এই ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন ৷ বৃহস্পতিবার এন চন্দ্রবাবু নাইডু জানান, নেলোর জেলার ঘটনায় তাঁর দলের আট কর্মী প্রাণ হারিয়েছেন ৷ এই ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত। এটি একটি দুঃখজনক ঘটনা ।

নাইডু মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন । তিনি হাসপাতালেও যান আহতদের সঙ্গে দেখা করতে ৷ টিডিপি প্রধান আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এনটিআর ট্রাস্টের শিক্ষা প্রতিষ্ঠানে মৃতদের পরিবারের সন্তানদের লেখাপড়া করানো হবে বলেও জানান তিনি ।

এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) তাঁর সমবেদনা জানিয়েছেন ৷ তিনি মৃতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের জন্য 50 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন । প্রধানমন্ত্রী টুইট করেন, "অন্ধ্রপ্রদেশের নেলোরের দুর্ঘটনায় আমি ব্যথিত । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে । আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক । পিএমএনআরএফ-এর পক্ষ থেকে প্রত্যেক মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা এক্স-গ্রেশিয়া দেওয়া হবে ।"

আরও পড়ুন:চন্দ্রবাবু নাইড়ুর রোড শো'য়ে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে প্রাণ গেল কমপক্ষে 8 জনের

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডিও (Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy) পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করেছেন । মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন ৷ তিনিও মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন । তিনি নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন ।

এদিন নেলোরের এসপি বিজয়া রাও (Nellore SP Vijaya Rao) জানান, পুলিশ সমস্ত দিক থেকে মামলাটির তদন্ত করছে । তবে প্রাথমিকভাবে প্রচুর ভিড়ের কারণেই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details