বেঙ্গালুরু, 26 সেপ্টেম্বর: পুলিশের খাবারে মৃত ইঁদুর ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে ৷ এ দিন তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়া নিয়ে বেঙ্গালুরু বনধের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই কারণে নিরাপত্তার দায়িত্বে অনেক পুলিশ কর্মী ছিলেন ৷ সেই পুলিশ কর্মীদের প্রাতঃরাশের মধ্যে একটি মৃত ইঁদুর পাওয়া গিয়েছে ।
সূত্রের খবর, যশবন্তপুর ট্রাফিক স্টেশনের এক কর্মী পুলিশ বিভাগের দেওয়া খাবারের প্যাকেট খুললে একটি মৃত ইঁদুর পাওয়া যায় । তিনি তখনই পুলিশ কর্মীদের বিষয়টি সম্পর্কে সতর্ক করেন এবং সবাইকে সেই খাবার না খাওয়ার নির্দেশ দেন ।
এ নিয়ে বেঙ্গালুরু সিটি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার এমএন এনুচেত বলেন, "সকাল সাড়ে 7টার দিকে যশোবন্তপুরের একটি হোটেল থেকে ট্রাফিক ও আইনশৃঙ্খলা বিভাগের প্রায় 180 জন কর্মীর জন্য সকালের খাবার আনা হয়েছিল ৷ ওই কর্মীরা টহল দেওয়ার দায়িত্বে ছিলেন । একজন ট্রাফিক পুলিশকে দেওয়া প্রাতঃরাশের মধ্যে একটি মৃত ইঁদুর পাওয়া গিয়েছে ।"