কাংড়া (হিমাচল প্রদেশ), 19 ডিসেম্বর: তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা (Dalai Lama) সোমবার জানিয়েছেন যে ভারত একটি নিখুঁত জায়গা ৷ আর তাঁর স্থায়ী বাসস্থান৷ এবং তিনি ভারতকে পছন্দ করেন ।
হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কাংড়া বিমানবন্দরে তাওয়াংয়ের সংঘর্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে দালাই লামা বলেন, "সাধারণ ভাবে বলতে গেলে এখন অনেক কিছু বদলাচ্ছে৷ পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ আমি মনে করি ইউরোপ ও আফ্রিকা এবং এশিয়াতেও পরিস্থিতির বদল হচ্ছে । এখন চিনও আরও অনেক নমনীয় হয়েছে । কিন্তু চিনে (China) ফিরে যাওয়ার কোনও মানে নেই ।’’ তখনই তিনি জানান যে ভারতে বিশেষ করে পণ্ডিত নেহরুর পছন্দের কাংড়াতে থাকতেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন ৷ তাই তিনি বলেছেন, ‘‘এই জায়গাটা আমার স্থায়ী বাসস্থান । এটা খুবই সঠিক জায়গা । ধন্যবাদ ।"
গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনা সেনার মধ্যে সংঘর্ষ হয় (India-China Faceoff) ৷ তারই প্রেক্ষিতে এই মত প্রকাশ করেন দলাই লামা ৷ একই সঙ্গে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তিনি জানিয়েছেন যে প্রাথমিক ধরনের শারীরিক অবস্থার কোনও সমস্যা নেই । বামদিকের কাঁধের উপর সামান্য ব্যথা রয়েছে ৷ আর কোনও সমস্যা নেই ৷