নয়াদিল্লি, 25 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ ৷ ঘূর্ণিঝড়ের দাপট সবে শুরু হয়েছে ৷ আর দেশে করোনার দাপট ধীরে ধীরে কমছে ৷ মঙ্গলবার সকালে কিছুটা স্বস্তির খবর দিল সরকারি কোভিড বুলেটিন ৷ দৈনিক সংক্রমণ নামল দু লাখের নিচে ৷ দৈনিক মৃ্ত্যুর সংখ্যাও বেশ কম ৷
দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই দৈনিক সংক্রমণ এক ঝটকায় বেড়ে গিয়েছিল ৷ প্রথমদিকে দেড় থেকে দু লাখ ৷ এরপর তিন থেকে চার লাখ ছাড়িয়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ ৷ 13 এপ্রিল শেষবার করোনা সংক্রমণ দু লাখের নিচে ছিল ৷ সেদিন 1 লাখ 84 হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন ৷ সেখান থেকে দৈনিক সংক্রমণ আজ দু লাখের নিচে ৷ অনেকটাই কম ৷ গত 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 1 লাখ 96 হাজার 427 জন ৷ চলতি মাসে এখনও পর্যন্ত সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ বর্তমানে করোনা সংক্রমণ ঠেকাতে অধিকাংশ রাজ্য লকডাউন, নাইট কার্ফু সহ কড়া বিধিনিষেধ চলছে ৷ প্রশাসন কড়া হাতে করোনার মোকাবিলা করার সুফল মিলছে হাতেনাতে ৷