নয়াদিল্লি, 23 জুন : দেশে বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 848 জন ৷ তবে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ দেশে শেষ 82 দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 43 হাজার 194 ৷ বেড়েছে সুস্থতার হার ৷ সুস্থতার হার 96.56 শতাংশ ৷ দেশে দৈনিক সংক্রমণের হার 2.67 শতাংশ ৷
গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 42 হাজার 640 জন ৷ মৃত্যু হয়েছিল 1 হাজার 167 জনের ৷ গত 24 ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 1 হাজার 358 জনের ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 68 হাজার 817 জন ৷