পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tripura Politics : ত্রিপুরায় বিজেপি ‘গুন্ডাদের’ হাতে আক্রান্ত সিপিএম, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি কারাতের - হিংসা

ত্রিপুরায় বিজেপি ‘গুন্ডাদের’ হাতে আক্রান্ত হচ্ছে সিপিএম ৷ দাবি সিপিএম-এর প্রাক্তন সাধারণ সম্পাদক তথা প্রবীণ নেতা প্রকাশ কারাতের ৷ ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷ একইসঙ্গে দেশজুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদে নামারও হুঁশিয়ারি দিয়েছে প্রকাশ ৷

CPI(M) to hold nationwide protest against BJP violence in Tripura: Prakash Karat
Tripura Politics : ত্রিপুরায় বিজেপি-র ‘গুন্ডাদের’ হাতে আক্রান্ত সিপিএম, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি কারাতের

By

Published : Sep 9, 2021, 7:01 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : ত্রিপুরায় বিজেপির ‘হামলা’ নিয়ে এবার মুখ খুললেন সিপিএম-এর প্রাক্তন সাধারণ সম্পাদক তথা প্রবীণ নেতা প্রকাশ কারাত (Prakash Karat) ৷ এমন ঘটনা রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ত্রিপুরার রাজধানী আগরতলায় সিপিএম-এর একের পর এক দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে বিজেপি ৷ কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে ৷’’ অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার বলে সুর চড়ান প্রকাশ ৷

আরও পড়ুন :Tripura Violence : সিপিএম অফিসে হামলায় অভিযুক্ত বিজেপি, পালটা দাবি গেরুয়া শিবিরের

এদিন এই প্রসঙ্গে সিপিএম পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত বলেন, ‘‘আমাদের দলের আটটি কার্যালয়ে হামলা চালিয়েছে বিজেপির গুন্ডারা ৷ দু‘-তিনটি কার্যালয়ে আগুনও ধরিয়ে দেওয়া হয় ৷ সেগুলি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে ৷ এমনকী, সিপিএম-এর রাজ্য কমিটির কার্যালয়েও হামলা চালানো হয়েছে ৷ বিজেপির গুন্ডাদের হাতে আমাদের 10 জন কমরেড আহত হয়েছেন ৷ এর প্রতিবাদে আমরা দেশজুড়ে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছি ৷’’

প্রসঙ্গত, বুধবারও ত্রিপুরাতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষে জড়িয়েছেন বিজেপি ও সিপিএম-এর কর্মী ও সমর্থকরা ৷ এই প্রসঙ্গে প্রকাশ কারাত বলেন, ‘‘এগুলি শুধুমাত্র হামলার ঘটনা নয় ৷ এগুলি আসলে সিপিএম তথা বামফ্রন্টকে দমিয়ে রাখার ষড়যন্ত্র ৷ কারণ, বামেরাই ত্রিপুরার প্রধান বিরোধী পক্ষ ৷ এই ধরনের অগণতান্ত্রিক হামলার প্রতিবাদে আমরা গোটা দেশে কর্মসূচি পালন করব ৷ কেন্দ্র, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি নিজে গোটা বিষয়টি খতিয়ে দেখুন এবং প্রয়োজনে হস্তক্ষেপ করুন ৷ একইসঙ্গে রাজ্য সরকার সমস্ত বিরোধী দলের নেতা, কর্মী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করুক ৷’’

আরও পড়ুন :Tripura TMC : ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল, ব্রাত্য-সুস্মিতার নিশানায় বিজেপি

প্রসঙ্গত, ইদানীংকালে ত্রিপুরা নিয়ে তৎপরতা বেড়েছে তৃণমূল কংগ্রেসের ৷ তৃতীয়বারের জন্য বাংলা জয়ের পর এবার ত্রিপুরাতেও ঘাসফুল ফোটাতে চাইছে তারা ৷ বাংলা থেকে নেতা, কর্মীরা ঘন ঘন ত্রিপুরায় যাচ্ছেন ৷ যা ভালভাবে নেয়নি গেরুয়াশিবির ৷ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়-সহ তৃণমূলের একাধিক নেতা, কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে ৷ প্রত্যেকটি ক্ষেত্রেই নাম জড়িয়েছে বিজেপির ৷ এবার কার্যত সেই সুরই সোনা গেল প্রকাশ কারাতের গলায় ৷

ABOUT THE AUTHOR

...view details