নয়াদিল্লি, 9 এপ্রিল : দেশের 185.55 কোটি মানুষকে কোভিড টিকার ডোজ প্রদান করে ইতিমধ্যেই নজির গড়েছে ভারত ৷ তবে এখনও যে সকল মানুষ টিকাকরণের আওতায় আসেননি কিংবা টিকার একটি ডোজ যাদের বাকি রয়ে গিয়েছে তাদের জন্য বোধহয় এটাই সেরা সময় ৷ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনীহা থাকলে কোনও সমস্যা নেই, বেসরকারি কেন্দ্রে টিকার ডোজ এবার অনেকটাই নাগালের মধ্যে ৷ 10 এপ্রিল দেশজুড়ে শুরু হচ্ছে আঠারোর্ধ্বদের বুস্টার ড্রাইভ ৷ ঠিক তার আগেরদিন কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম কমল অর্ধেকেরও বেশি ৷ আর কোভ্যাক্সিনের দাম কমল পাঁচগুণেরও কম ৷
দেশে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SSI) কর্ণধার আদার পুনাওয়ালা এবং কোভ্যাকসিন প্রস্তুতকারী ভারত বায়োটেকের (Bharat Biotech) সহ-প্রতিষ্ঠাতা সুচিত্রা ইলা টিকার ডোজ প্রতি দাম কমার কথা ঘোষণা করেছেন ৷ কোভিশিল্ড টিকার প্রতিটি ডোজ 600 টাকা থেকে কমে এখন থেকে বিকোবে মাত্র 225 টাকায় ৷ যা অর্ধেকেরও কম ৷ অন্যদিকে কোভ্যাকসিনের টিকার ডোজ 1200 নয়, এখন থেকে পাওয়া যাবে কোভিশিল্ডের মতই 225 টাকায় (Covishield, Covaxin Prices Cut To 225 Day Before Booster Drive Begins) ৷