নয়াদিল্লি, 27 অগস্ট : কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) বৈঠক বসবে আগামিকাল, রবিবার ৷ ওই বৈঠকেই দলের সভাপতি নির্বাচনের দিন ঠিক হবে ৷ কংগ্রেস সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
শুক্রবারই কংগ্রেস ছেড়ে জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ ঠিক তার পরদিনই জানা গেল কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির এই বৈঠকের কথা জানা গেল ৷ তাই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
কংগ্রেসের সূত্র থেকে জানা গিয়েছে, ওই বৈঠকে সভাপতি নির্বাচনের (Congress President Election) দিন নির্ধারণ ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ কী সেই সিদ্ধান্ত ? জানা গিয়েছে যে ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য়রা সর্বসম্মতিতে সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে আস্থা প্রকাশ করবেন ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গুলাম নবি আজাদ রাহুল গান্ধির নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন ৷ রাহুল গান্ধি শিশুসুলভ মনোভাবে দল চালালেও তা নিয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে না, ঘুরিয়ে এই অভিযোগ সোনিয়ার বিরুদ্ধেও করেছেন গুলাম নবি আজাদ ৷ ফলে এই নিয়ে কংগ্রেসের অন্দরে হইচই পড়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সোনিয়া-রাহুলের পাশে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে ৷
কংগ্রেস সূত্রে খবর, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই বৈঠক হবে ৷ ভার্চুয়ালি সব সদস্য বৈঠকে উপস্থিত হবেন ৷ দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির পৌরহিত্যেই এই বৈঠক হবে ৷ সেখানে সভাপতি নির্বাচনের দিন নির্ধারণের কয়েক সপ্তাহ দেরি হতে পারে ৷ কারণ, গত বছর অক্টোবরে কংগ্রেসের তরফে জানানো হয়েছিল যে চলতি বছরের 21 অগস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত নতুন সভাপতি নির্বাচন করা হবে ৷ কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সভাপতি নির্ধারণের নির্বাচন হবে ৷ তবে অক্টোবরের মধ্যেই প্রক্রিয়া শেষ করে ফেলা হবে ৷
বছর খানেক আগে স্থায়ী সভাপতি বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ৷ তাহলে শেষ মুহূর্তে কেন দেরি হবে, এই প্রশ্নও উঠছে ৷ কংগ্রেস সূত্রে খবর, আগামী মাসের 7 তারিখ থেকে কন্যাকুমারি থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রার (Congress Bharat Jodo Yatra) ডাক দিয়েছে কংগ্রেস ৷ সেই কারণেই সভাপতি বাছাইয়ে আর কয়েক সপ্তাহ সময় নেওয়া হবে ৷ তাছাড়া বেশ কিছু রাজ্যে স্থানীয়স্তরে সংগঠনের নির্বাচনী প্রক্রিয়া এখনও শেষ হয়নি ৷
2019 এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) হেরে যাওয়ার পর কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধি ৷ তার পর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধি ৷ স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে এবার কে হবেন সভাপতি ? কংগ্রেসের একটি সূত্রের দাবি, রাহুল গান্ধি আর সভাপতি পদে বসতে চাইছেন না ৷ তিনি চাইছেন এবার গান্ধি পরিবারের বাইরের কেউ সভাপতি পদে বসুন ৷ যদিও অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা চাইছেন যে রাহুল গান্ধিই আবার কংগ্রেসের সভাপতি পদে বসুন ৷
তাই শেষ পর্যন্ত রাহুল আবার কংগ্রেসের সভাপতি হন, নাকি গান্ধি পরিবারের কেউ এই পদে বসার সুযোগ পান, তার জন্য আরও মাসখানেক সময় অপেক্ষা করতেই হবে ৷
আরও পড়ুন :রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের