নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর:গত বছর কন্যাকুমারী থেকে কাশ্মীর 'ভারত জোড়ো যাত্রা'কে মনে করে কংগ্রেস জেলা স্তরে ফের যাত্রা করতে চলেছে ৷ রবিবার কংগ্রেস দলীয় সূত্রে জানা গিয়েছে, গত 7 সেপ্টেম্বর রাহুল গান্ধি এই যাত্রা শুরু করেছিল, আর সেই বিষয়কে মাথায় রেখেই জেলা স্তরে এই নয়া যাত্রা শুরু করেছে দল ৷
এর আগে রাহুল গান্ধি-সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব পদযাত্রায় অংশ নিয়েছিল ৷ যেখানে চার হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে দেখা যায় রাহুলকে ৷ একই সঙ্গে, পদযাত্রার পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের সঙ্গেও যোগাযোগ করতে দেখা গিয়েছে। সেই ঘটনাকেই আরও বড় আকারে তুলে ধরার করার পরিকল্পনা করছে দল ৷ সূত্রের খবর, গত বছরের 7 সেপ্টেম্বর 'ভারত জোড়ো যাত্রা' শুরুর এক বছর পূর্তি উপলক্ষে জেলা পর্যায়ে নতুন করে যাত্রা অনুষ্ঠিত হবে। এই যাত্রা কতদিন হবে এবং এর প্রাসঙ্গিক অন্যান্য বিশদ বিবরণ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছে কংগ্রেস।
রাহুল গান্ধি 7 সেপ্টেম্বর 2022-এ কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেছিলেন। চলতি বছরের 30 জানুয়ারি শ্রীনগরে 145 দিনের সেই যাত্রা শেষ করেন ৷ রাহুল সেই সময় বলেছিলেন, "আমি এই যাত্রা নিজের জন্য বা কংগ্রেসের জন্য করিনি ৷ বরং দেশের মানুষের জন্য করেছি। আমাদের লক্ষ্য হল সেই আদর্শের বিরুদ্ধে দাঁড়ানো যা এই দেশের ভিত্তি ধ্বংস করতে চায় ৷" যাত্রা চলাকালীন রাহুল 12টি জনসভা, 100 টিরও বেশি কর্নার মিটিং এবং 13টি সাংবাদিক সম্মেলন করেছিলেন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, কংগ্রেসের জন্য এই যাত্রার থেকেও অনেকটাই বড় ছিল রাহুল গান্ধির ভাবমূর্তির পরিবর্তণ ৷ একজন সময়িক সময়কালীন রাজনীতিবিদ থেকে একজন পরিণত রাজনীতিবিদে উত্তরণ হওয়ার ক্ষেত্রেও এই যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৷ একই সঙ্গে, এরপর রাহুল তাঁর বিরোধীদের থেকে অনেকটাই বেশি গুরুত্ব পেয়েছে বলেও মনে করছে রাজনৈতিক মহল ৷
মূলত কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এবং দিগ্বিজয় সিং এই যাত্রার পিছনে অন্যতম ভূমিকা নিয়েছিল বলেই জানাচ্ছে কংগ্রেস ৷ তবে তাঁদের দাবি, রাহুল গান্ধির ভাবমূর্তি পরিবর্তণ এই যাত্রার কারণ ছিল না ৷ যাত্রা থেকে কংগ্রেসের রাজনৈতিকভাবে ব্যাপক লাভ হয়েছে বলেও দাবি করে, জয়রাম রমেশ জানিয়েছিলেন যে, দল নিচুস্তরে তাদের বার্তাগুলি পৌঁছে দিতে সফল হয়েছে এই যাত্রার মধ্যে দিয়ে ৷ অর্থনৈতিক বৈষম্য, সামাজিক মেরুকরণ এবং রাজনৈতিক একনায়কতন্ত্র যা দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর বলে মনে করছে কংগ্রেস, তাও সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া গিয়েছে ৷
আরও পড়ুন: 'এক দেশ, এক ভোট' ভারতের সব রাজ্যের উপর আক্রমণ, অভিযোগ রাহুলের
একই সঙ্গে, রাহুল গান্ধি এই যাত্রার ফলে একদিকে তাঁর সমর্থকদের পাশাপাশি বিরোধীদের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম হয়েছিলেন বলে মনে করে কংগ্রেস ৷ এই পদযাত্রায় কমল হাসান, পূজা ভাট, স্বরা ভাস্বর, রেশমি দেশাই, আকাঙ্খা পুরী এবং অমল পালেকার, রিয়া সেনের মতো চলচ্চিত্র এবং সেলিব্রিটি-সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টজনদেরও অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।