দিল্লি, 22 ফেব্রুয়ারি: জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । তাঁর কটাক্ষ, জনতার পকেট খালি করে ''বন্ধু''দের তা ফ্রি-তে দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ।
গত কয়েকদিন ধরে জ্বালানির মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের । এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পরপর তোপ দেগে চলেছেন বিরোধীরা। সেই অস্ত্রে শান দিয়েই আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তিনি টুইটে লিখেছেন, ''পেট্রল পাম্পে আপনি যখন গাড়িতে তেল ভরতে যাবেন, তখন মিটারের দ্রুত বৃদ্ধি দেখে ভাববেন না যে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে । বরং সেটা কিন্তু কমেছে । পেট্রল এখন লিটারপিছু দাম 100 টাকা । আপনার পকেট খালি করে সেটি ফ্রি-তে বন্ধুদের দিয়ে দেওয়ার কাজটা দারুণভাবে করছে মোদি সরকার ।''