পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের - Anit bjp alliance

পেগাসাস ইস্যুতে রণকৌশল ঠিক করতে বিরোধীদের নিয়ে বৈঠক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তার পর কড়া ভাষায় সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷

congress leader rahul gandhi ask modi-shah that why pegasus use against india
Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের

By

Published : Jul 28, 2021, 3:48 PM IST

নয়াদিল্লি, 28 জুলাই : পেগাসাস-কাণ্ড (Pegasus Spyware) নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তিনি বুধবার বিজেপি বিরোধী একাধিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ইস্যুতে মোদি সরকারের কড়া সমালোচনা করেছেন ৷

সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে ৷ রাহুলের প্রশ্ন, ‘‘আমরা নরেন্দ্র মোদি ও অমিত শাহের থেকে জানতে চাই - কেন এই অস্ত্র (পেগাসাস) ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবহার করা হল ?’’

আরও পড়ুন :I PAC: টিম পিকে-কে কেন সমন ? ত্রিপুরায় গিয়ে প্রশ্ন তৃণমূল প্রতিনিধি দলের

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘আমরা একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ৷ ভারত সরকার কি পেগাসাস কিনেছিল ? হ্যাঁ বা না ৷’’ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে পেগাসাস সরকার তার নিজেদের লোকেদের বিরুদ্ধে ব্যবহার করেছেন কি না, তা নিয়ে৷ পাশাপাশি তাঁর দাবি, সরকার স্পষ্ট করে দিয়েছে যে সংসদে পেগাসাস নিয়ে কোনও আলোচনা হবে না ৷

রাহুলের অভিযোগ, নরেন্দ্র মোদি ভারতের সমস্ত যুবার ফোনে এই অস্ত্র পাঠিয়েছিলেন ৷ এমনকী তাঁর বিরুদ্ধেও এই অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল ৷ কেরালার ওয়েনাড়ের সাংসদের বক্তব্য, ‘‘এই অস্ত্র আমার বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট (Supreme Court), বহু নেতা, সংবাদমাধ্যম ও সমাজকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ৷’’ তাই এই নিয়ে কেন সংসদে আলোচনা হবে না, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি ৷

আরও পড়ুন :Mamata Sonia Meet: নজর জোটে, আজ সোনিয়া-কেজরির সঙ্গে বৈঠকে মমতা

গত 19 জুলাই সংসদে বাদল অধিবেশন (Monsoon Session) শুরু হয়েছে ৷ তার পর আগেরদিনই পেগাসাস বিতর্ক সামনে আসে ৷ ফলে প্রথম দিন থেকেই এই ইস্যুতে উত্তাল লোকসভা (Loksabha) ও রাজ্যসভা (Rajyasabha) ৷ রোজই বিরোধীদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হচ্ছে সংসদ ৷ এই নিয়ে বিরোধীদের অভিযুক্ত করেছে শাসকপক্ষ ৷ তাদের দাবি, বিরোধীদের সংসদ সুষ্ঠুভাবে চলতে দিচ্ছে না ৷

এদিন বিজেপির সেই অভিযোগেরও জবাব দিয়েছেন রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, ‘‘এটা বলা হচ্ছে যে আমরা সংসদের কাজে বাধা দিচ্ছি ৷ আমরা সংসদের কাজে বাধা দিচ্ছি না ৷ আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করতে চাইছি ৷ এই অস্ত্র (পেগাসাস) ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ৷ এটা জঙ্গি ও দেশ-বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হওয়া উচিত ৷’’

আরও পড়ুন :সংসদে জরুরি বৈঠকে বিরোধীরা, পেগাসাস নিয়ে মুলতুবি প্রস্তাব আনছে কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details