চণ্ডিগড়, 28 সেপ্টেম্বর : ঠিক যেদিন জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় চমক দিতে চলেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi), ঠিক সেইদিনই কি তাঁর দল কংগ্রেস (Congress) পেতে চলেছে বড় ধাক্কা ? এমনই জল্পনা তৈরি হয়েছে রাজধানীর রাজনৈতিক মহলে ৷ কারণ, আজ দুপুরে পঞ্জাব থেকে নয়াদিল্লির বিমান ধরার কথা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amrinder Singh)৷
আরও পড়ুন :Kanhaiya Kumar : বামপন্থী কানহাইয়া কুমার আজই যোগ দিচ্ছেন কংগ্রেসে
পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তো আগেও বহুবার রাজধানীতে গিয়েছেন ৷ তাহলে কেন এই জল্পনা ? সূত্র মারফত জানা যাচ্ছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে বিমানে রওনা দেবেন ৷ নয়াদিল্লিতে পৌঁছে তিনি দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে ৷ আর সেই সূত্র ধরেই জল্পনা তৈরি হয়েছে যে এবার ভারতীয় জনতা পার্টিতেই (BJP) যোগ দিতে চলেছেন ৷
প্রসঙ্গত, নভজ্য়োত সিং সিধুকে (Navjot Singh Sidhu) পঞ্জাব কংগ্রেসের সভাপতি করার পর থেকেই ওই রাজ্যের শাসক দলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসে ৷ দলের নেতা ও বিধায়কদের মধ্যে আড়াআড়ি বিভাজন হয়ে যায় ৷ এক পক্ষ মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সমর্থন করেন ৷ আর বাকিরা সিধুর পক্ষ নেন ৷
আরও পড়ুন :Bhagat Singh : ভগৎ সিংয়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী, অমিত শাহের
কংগ্রেসের অন্দরমহলের খবর, প্রায় 50 জন বিধায়ক ক্যাপ্টেনের বিরুদ্ধে রাহুল-সোনিয়ার কাছে অভিযোগ জানান ৷ তার পরই তাঁকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর সিদ্ধান্ত হয় ৷ কিন্তু হাই কম্যান্ডের সিদ্ধান্তের কথা জানতে পেরে আগেই মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং ৷
ইস্তফা দেওয়ার পর তিনি জানান, দলের অন্দরে অপমানিত হচ্ছিলেন ৷ তাই তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন ৷ এবার অনুগামীদের সঙ্গে কথা বলে বিকল্প পথের সন্ধান করবেন ৷ কিন্তু কী সেই বিকল্প পথ তা নিয়ে ধোঁয়াশা ছিল ৷ তবে অনেকেই মনে করেছিলেন যে তিনি বিজেপিতে যোগ দেবেন ৷