ইম্ফল, 16 জুন:কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার পর ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর । বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাড়ি আক্রমণ করে উন্মত্ত জনতা । চারদিক থেকে ঘিরে ধরে পেট্রল বোমা মেরে জ্বালিয়ে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি । ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে ইম্ফল । অন্যদিকে, ঘটনার পরও প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস । কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখন হিংসা-বিধ্বস্ত রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলবেন এবং শান্তির জন্য আবেদন করবেন ?
শুক্রবার সন্ধ্যাতেও মণিপুরে মোতায়েন বাহিনীর জওয়ানদের সঙ্গে দাঙ্গাবাজ জনতার দফায় দফায় সংঘর্ষ হয় । একটি গুদামে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা । পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে একাধিক কাঁদানে গ্যাসের শেল ফাটায় । পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইম্ফল প্রাসাদ মাঠের কাছে দাঙ্গায় মদত দেয় একদল দুষ্কৃতী । একটি গুদামে আগুন লাগানো হলেও, পুলিশের দাবি এরও বেশ কয়েকটি সরকারি সম্পত্তি লক্ষ্য ছিল দুষ্কৃতীদের । দমকল ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । দমকলের দাবি, আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে তারা ।