পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mysore Gang Rape : মাইসুরুতে টাকা না দেওয়ায় ছাত্রীকে গণধর্ষণ, বন্ধুকে বেধড়ক মার - Mysore

মাইসুরুর ললিথাদ্রিপুরার কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

ছাত্রীকে গণধর্ষণ
ছাত্রীকে গণধর্ষণ

By

Published : Aug 26, 2021, 6:35 AM IST

Updated : Aug 26, 2021, 7:48 AM IST

মাইসুরু, 26 অগস্ট : ফের গণধর্ষণ ৷ মাইসুরুর ললিথাদ্রিপুরায় (Lalithadripura) এক ছাত্রীকে গণধর্ষণ ও তাঁর বন্ধুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল 6 জনের বিরুদ্ধে ৷ 24 অগস্ট এই ঘটনার পর স্থানীয় আলানাহাল্লি থানায় (Alanahally Police Station) অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ তবে, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

মঙ্গলবার ওই ছাত্রী ও তাঁর পুরুষ বন্ধু ললিথাদ্রিপুরা (Lalithadripura) শহরের কাছে চামুণ্ডী পাহাড়ে (Chamundi Hills) ঘুরতে গিয়েছিলেন ৷ অভিযোগ, সেই সময় বেশকিছু লোক তাঁদের ঘিরে ধরে ৷ প্রথমে তারা যুগলের কাছে টাকা দাবি করে ৷ তা না পেয়ে পুরুষ বন্ধুটিকে বেধড়ক মারধর করে ৷ তারপর 6 জন মিলে ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ ছাত্রী ও তাঁর বন্ধু বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : Murder : তুফানগঞ্জে দেওরের হাতে বৌদি খুন

পুলিশ জানিয়েছে, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের (Gang rape) মামলা দায়ের করা হয়েছে ৷ মাইসুরু-র পুলিশ কমিশনার (Mysuru police commissioner) ডা: চন্দ্রগুপ্ত (Dr Chandragupta) ঘটনাস্থল ঘুরে দেখে তদন্তকারী দল গঠন করেছেন ৷

সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমি মিডিয়াকে অনুরোধ করছি, ধর্ষিতার ব্যক্তিগত পরিচয় এবং এই সংক্রান্ত অন্য তথ্য প্রকাশ না করতে ৷" তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন: Rape : থানার সামনে থেকে যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

Last Updated : Aug 26, 2021, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details