মাইসুরু, 26 অগস্ট : ফের গণধর্ষণ ৷ মাইসুরুর ললিথাদ্রিপুরায় (Lalithadripura) এক ছাত্রীকে গণধর্ষণ ও তাঁর বন্ধুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল 6 জনের বিরুদ্ধে ৷ 24 অগস্ট এই ঘটনার পর স্থানীয় আলানাহাল্লি থানায় (Alanahally Police Station) অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ তবে, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ৷
মঙ্গলবার ওই ছাত্রী ও তাঁর পুরুষ বন্ধু ললিথাদ্রিপুরা (Lalithadripura) শহরের কাছে চামুণ্ডী পাহাড়ে (Chamundi Hills) ঘুরতে গিয়েছিলেন ৷ অভিযোগ, সেই সময় বেশকিছু লোক তাঁদের ঘিরে ধরে ৷ প্রথমে তারা যুগলের কাছে টাকা দাবি করে ৷ তা না পেয়ে পুরুষ বন্ধুটিকে বেধড়ক মারধর করে ৷ তারপর 6 জন মিলে ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ ছাত্রী ও তাঁর বন্ধু বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন : Murder : তুফানগঞ্জে দেওরের হাতে বৌদি খুন