পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata on KK Demise : প্রয়াত সঙ্গীতশিল্পীকে গান স্যালুট দেবে রাজ্য সরকার, ঘোষণা মমতার - CM Mamata Banerjee announces pay gun salute

কলকাতায় অনুষ্ঠান শেষে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ তাঁর মৃত্যুতে শোকাহত গোটা কলকাতা-সহ গোটা দেশ ৷ প্রয়াত শিল্পীর স্ত্রীয়ের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, বাঁকুড়া থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Express Grief on KK Demise) ৷ দ্রুত কলকাতায় ফেরার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee over KK Demise
সঙ্গীত শিল্পী কেকের মৃ্ত্যু কলকাতায়

By

Published : Jun 1, 2022, 11:05 AM IST

Updated : Jun 1, 2022, 12:08 PM IST

কলকাতা, 1 জুন :"ভাই কে কে'কে আমরা হারালাম", সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে এভাবেই শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাঁকুড়ায় কর্মিসভা থেকে তিনি জানান, কে কে-র স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ দমদম বিমানবন্দরে শিল্পীকে মুম্বই নিয়ে যাওয়ার সময় গান স্যালুট দেবে রাজ্য সরকার ৷ সূত্রে জানা গিয়েছে, সফর কাটছাঁট করে দ্রুত কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার রাতে নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন গায়ক ৷ এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান ৷ (CM Mamata Banerjee announces to pay gun salute to singer Krishnakumar Kunnath in Kolkata Airport) ৷

বুধবার বাঁকুড়ার কর্মিসভায় মুখ্যমন্ত্রী বলেন, "সঙ্গীতশিল্পী কেকে-র পরিবার একটু আগেই কলকাতায় এসেছেন । তাঁদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি । মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁদের সঙ্গে রয়েছেন । আমি এই রাজনৈতিক সভায় যোগ দেওয়ার আগেই তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি । আমি চেষ্টা করছি, যদি অন্তত শেষবার তাঁকে দেখা যায় ।"

বাঁকুড়ার কর্মিসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : KK Demise : কলকাতায় পৌঁছল শোকাহত কেকে'র পরিবার, আজই ময়নাতদন্ত

মুখ্যমন্ত্রী জানান, যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে অন্ডাল থেকে বিমানে দমদম বিমানবন্দরে নামবেন । দমদম বিমানবন্দরে শিল্পী কেকে-কে গানস্যালুট দেওয়া হবে । তিনি বলেন, "কেকে একজন কৃতী গায়ক । নতুন প্রজন্মের কাছে তিনি খুব জনপ্রিয় । বলিউড থেকে টলিউডে তাঁর বহু গান আছে । তাই এই মিটিংটা আমাকে একটু সংক্ষিপ্ত করতে হয়েছে। কখনও কখনও জরুরি প্রয়োজনে মিটিং সংক্ষিপ্ত করতে হতে পারে ।"

প্রসঙ্গত এদিন কর্মিসভার আগেই প্রয়াত এই শিল্পীকে টুইটারে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি লেখেন, "বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত । সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, পরিবারকে সহায়তা দিতে গতকাল রাত থেকেই কাজ করছেন আমার সহকর্মীরা । তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ।"

কেকে-র মরদেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, প্রক্রিয়া শেষ হলে তাঁর দেহ নিয়ে মুম্বই রওনা হবেন স্ত্রী জ্য়োতি কৃষ্ণা, মেয়ে ও ছেলে ৷

আরও পড়ুন : Srijato on KK : "অসহ্য় লাগে কে কে'র গান, 16 বছর ধরে পালিয়ে বাঁচি", লিখলেন শ্রীজাত

Last Updated : Jun 1, 2022, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details