নয়াদিল্লি, 30 এপ্রিল : যে কোনও গণতান্ত্রিক দেশের ভিত আরও সুদৃঢ় করতে জনসংখ্যা প্রতি বিচারপতির অনুপাত অত্যন্ত উল্লেখযোগ্য ৷ আর সেখানেই বর্তমানে অনেকটা পিছিয়ে ভারতবর্ষের মত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ৷ এদেশে প্রতি 10 লক্ষ জনসংখ্যায় বরাদ্দ 20 জন বিচারক ৷ যা এককথায় অত্যন্ত সঙ্কটজনক ৷ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে উদ্বেগের সুর দেশের প্রধান বিচারপতি এনভি রামানার গলায় ৷
এদিনের সম্মেলনে মূলত দেশের বিচারবিভাগীয় ব্যবস্থার শূন্যপদের দিকে আলোকপাত করে প্রধান বিচারপতি জানান, দেশের 25টি রাজ্যে হাইকোর্টগুলোতে 388 জন বিচারপতির শূন্যপদ পড়ে রয়েছে ৷ যা অবিলম্বে পূরণে হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে নাম প্রস্তাবের সুপারিশ করেন জাস্টিস রামানা (CJI Ramana urges chief justices of HCs to improve judge-to-population ratio) ৷ তাঁর কথায়, "প্রথম দিন থেকে বিচারবিভাগীয় ব্যবস্থায় শূন্যপদ পূরণের নিরন্তর প্রয়াস করে চলেছি আমি ৷ দেশের হাইকোর্টগুলোতে শূন্যপদ পূরণের জন্য গতবছর 180 জনের নাম প্রস্তাব করেছিলাম আমরা, যার মধ্যে 126 জনের নাম অনুমোদন করা হয়েছে ৷ আমি এজন্য কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ ৷ তবে এখনও তালিকায় 50 জনের নাম সরকারি অনুমোদনের অপেক্ষায় ৷ হাইকোর্টগুলো সরকারের কাছে একশোর কাছাকাছি নাম প্রস্তাব করেছে ৷ যে নামগুলো আমাদের কাছে এসে পৌঁছয়নি এখনও ৷"