পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CJI NV Ramana : দ্রুত শূন্যপদ পূরণে হাইকোর্টগুলোর কাছে বিশেষ আর্জি প্রধান বিচারপতির - বিচারবিভাগীয় ব্যবস্থায় শূন্যপদে উদ্বিগ্ন, হাইকোর্টগুলোর কাছে বিশেষ আর্জি দেশের প্রধান বিচারপতির

এদিন মূলত দেশের বিচারবিভাগীয় ব্যবস্থার শূন্যপদের দিকে আলোকপাত করে প্রধান বিচারপতি জানান, দেশের 25টি রাজ্যে হাইকোর্টগুলোতে 388 জন বিচারপতির শূন্যপদ পড়ে রয়েছে ৷ যা অবিলম্বে পূরণে হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে নাম প্রস্তাবের সুপারিশ করেন জাস্টিস রামানা (CJI Ramana urges chief justices of HCs to improve judge-to-population ratio) ৷

CJI NV Ramana
বিচারবিভাগীয় ব্যবস্থায় শূন্যপদে উদ্বিগ্ন, হাইকোর্টগুলোর কাছে বিশেষ আর্জি দেশের প্রধান বিচারপতির

By

Published : Apr 30, 2022, 4:24 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল : যে কোনও গণতান্ত্রিক দেশের ভিত আরও সুদৃঢ় করতে জনসংখ্যা প্রতি বিচারপতির অনুপাত অত্যন্ত উল্লেখযোগ্য ৷ আর সেখানেই বর্তমানে অনেকটা পিছিয়ে ভারতবর্ষের মত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ৷ এদেশে প্রতি 10 লক্ষ জনসংখ্যায় বরাদ্দ 20 জন বিচারক ৷ যা এককথায় অত্যন্ত সঙ্কটজনক ৷ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে উদ্বেগের সুর দেশের প্রধান বিচারপতি এনভি রামানার গলায় ৷

এদিনের সম্মেলনে মূলত দেশের বিচারবিভাগীয় ব্যবস্থার শূন্যপদের দিকে আলোকপাত করে প্রধান বিচারপতি জানান, দেশের 25টি রাজ্যে হাইকোর্টগুলোতে 388 জন বিচারপতির শূন্যপদ পড়ে রয়েছে ৷ যা অবিলম্বে পূরণে হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে নাম প্রস্তাবের সুপারিশ করেন জাস্টিস রামানা (CJI Ramana urges chief justices of HCs to improve judge-to-population ratio) ৷ তাঁর কথায়, "প্রথম দিন থেকে বিচারবিভাগীয় ব্যবস্থায় শূন্যপদ পূরণের নিরন্তর প্রয়াস করে চলেছি আমি ৷ দেশের হাইকোর্টগুলোতে শূন্যপদ পূরণের জন্য গতবছর 180 জনের নাম প্রস্তাব করেছিলাম আমরা, যার মধ্যে 126 জনের নাম অনুমোদন করা হয়েছে ৷ আমি এজন্য কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ ৷ তবে এখনও তালিকায় 50 জনের নাম সরকারি অনুমোদনের অপেক্ষায় ৷ হাইকোর্টগুলো সরকারের কাছে একশোর কাছাকাছি নাম প্রস্তাব করেছে ৷ যে নামগুলো আমাদের কাছে এসে পৌঁছয়নি এখনও ৷"

আরও পড়ুন : দিল্লি পৌঁছতেই মমতার সঙ্গে বৈঠক অরবিন্দ কেজরিওয়ালের

পাশাপাশি জেলা আদালতগুলির পরিকাঠামোর পক্ষেও সম্মেলনে সওয়াল করেন জাস্টিস রামানা ৷ একইসঙ্গে বিচারবিভাগীয় ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ নিয়ে উষ্মা প্রকাশ করে দেশের প্রধান বিচারপতি জানান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো সরকার, সংসদ এবং বিচারব্যবস্থাকে লক্ষ্মণরেখায় বেঁধে দিয়েছে ৷ সুতরাং, প্রত্যেককেই গণতন্ত্রের তিনটি অঙ্গের কথা মাথায় রাখা উচিৎ ৷ এনভি রামানা বলেন, "সংবিধান তিন অঙ্গকে আলাদা শক্তি প্রদান করেছে ৷ তিন অঙ্গের সম্প্রীতিপূর্ণ কার্যকলাপই গণতন্ত্রকে সুদৃঢ় করে ৷ কর্তব্যপালনের সময় আমাদের সকলের এই লক্ষ্মণরেখার কথা মাথায় রেখে চলা উচিৎ ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details