নয়াদিল্লি, 5 জুলাই : নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করেছেন ৷ লোক জনশক্তি পার্টিতে (Lok Janashakti Party) কোণঠাসা হওয়ার প্রসঙ্গে এই মন্তব্যই করলেন চিরাগ পাসোয়ান (Chirag Paswan) ৷ সোমবার তাঁর বাবা রামবিলাস পাসোয়ানের (Ramvilas Paswan) জন্মবার্ষিকী ছিল ৷ সেই উপলক্ষে তিনি আশীর্বাদ যাত্রা শুরুর ঘোষণা করেন ৷ সেখানেই এই মন্তব্য করলেন তিনি ৷
তিনি বলেছেন, ‘‘আমি হাজিপুর থেকে আশীর্বাদ যাত্রা শুরু করছি হাজিপুর থেকে ৷ কারণ, ওই জায়গা আমার বাবার কর্মভূমি ৷ আমরা প্রতিটি জেলায় এই যাত্রা করব ৷ আমাদের লক্ষ্য শুধুমাত্র প্রত্যেকের আশীর্বাদ নেওয়া ৷ আমি কারও কাছে নিজের শক্তি প্রদর্শন করতে চাই না ৷ আমার নিজের লোকেরাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৷’’
আরও পড়ুন :উত্তরাখণ্ডের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ধামির, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিহারের রাজনীতিতে সবচেয়ে চর্চিত বিষয় লোক জনশক্তি পার্টি বা এলজেপিতে (LJP) ফাটল ৷ দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রামবিলাসের ভাই পশুপতি কুমার পারসের নেতৃত্বে বিদ্রোহ হয়েছে এলজেপিতে ৷ দলের সভাপতি থেকে সংসদীয় দলের নেতা, সব থেকেই অপাসরণ করা হয়েছে রামবিলাস-পুত্র চিরাগকে ৷ এখন দলের নিয়ন্ত্রণ পশুপতির হাতেই ৷
এই পরিস্থিতিতে চিরাগের আশীর্বাদ যাত্রা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ তিনি নিজের প্রতি এলজেপি সমর্থকদের সমর্থন যাচাই করতেই পথে নামছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও এই বিষয়টি স্বীকার করতে নারাজ চিরাগ ৷ তাঁর বক্তব্য, ‘‘এই যাত্রা থেকে কোনও বিশেষ বার্তা দিতে চাই না ৷ শুধু বিহারের জনতার আশীর্বাদ চাই ৷’’