পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিজের লোকেরাই বিশ্বাসঘাতক, বাবা রামবিলাসের জন্মদিনে মন্তব্য চিরাগের - narendra modi latest news today

লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রামবিলাস পাসোয়ানের জন্মবার্ষিকী ছিল সোমবার ৷ এই নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর ছেলে চিরাগ পাসোয়ানের মন্তব্য, নিজের লোকেরাই বিশ্বাসঘাতক ৷

chirag-paswan-says-that-his-own-people-have-betrayed-him
নিজের লোকেরাই বিশ্বাসঘাতক, বাবা রামবিলাসের জন্মদিনে মন্তব্য চিরাগের

By

Published : Jul 5, 2021, 2:08 PM IST

নয়াদিল্লি, 5 জুলাই : নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করেছেন ৷ লোক জনশক্তি পার্টিতে (Lok Janashakti Party) কোণঠাসা হওয়ার প্রসঙ্গে এই মন্তব্যই করলেন চিরাগ পাসোয়ান (Chirag Paswan) ৷ সোমবার তাঁর বাবা রামবিলাস পাসোয়ানের (Ramvilas Paswan) জন্মবার্ষিকী ছিল ৷ সেই উপলক্ষে তিনি আশীর্বাদ যাত্রা শুরুর ঘোষণা করেন ৷ সেখানেই এই মন্তব্য করলেন তিনি ৷

তিনি বলেছেন, ‘‘আমি হাজিপুর থেকে আশীর্বাদ যাত্রা শুরু করছি হাজিপুর থেকে ৷ কারণ, ওই জায়গা আমার বাবার কর্মভূমি ৷ আমরা প্রতিটি জেলায় এই যাত্রা করব ৷ আমাদের লক্ষ্য শুধুমাত্র প্রত্যেকের আশীর্বাদ নেওয়া ৷ আমি কারও কাছে নিজের শক্তি প্রদর্শন করতে চাই না ৷ আমার নিজের লোকেরাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৷’’

আরও পড়ুন :উত্তরাখণ্ডের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ধামির, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিহারের রাজনীতিতে সবচেয়ে চর্চিত বিষয় লোক জনশক্তি পার্টি বা এলজেপিতে (LJP) ফাটল ৷ দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রামবিলাসের ভাই পশুপতি কুমার পারসের নেতৃত্বে বিদ্রোহ হয়েছে এলজেপিতে ৷ দলের সভাপতি থেকে সংসদীয় দলের নেতা, সব থেকেই অপাসরণ করা হয়েছে রামবিলাস-পুত্র চিরাগকে ৷ এখন দলের নিয়ন্ত্রণ পশুপতির হাতেই ৷

এই পরিস্থিতিতে চিরাগের আশীর্বাদ যাত্রা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ তিনি নিজের প্রতি এলজেপি সমর্থকদের সমর্থন যাচাই করতেই পথে নামছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও এই বিষয়টি স্বীকার করতে নারাজ চিরাগ ৷ তাঁর বক্তব্য, ‘‘এই যাত্রা থেকে কোনও বিশেষ বার্তা দিতে চাই না ৷ শুধু বিহারের জনতার আশীর্বাদ চাই ৷’’

আরও পড়ুন :প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রথমবার একজোট হলেন গুপকারের নেতারা

তবে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বাবার জন্মদিনে আজ তিনি ও তাঁর মা পাশাপাশি রয়েছেন ৷ কিন্তু আগে তাঁর ভাইয়েরা ও কাকা তাঁদের সঙ্গেই থাকতেন ৷ তিনি ‘পাসোয়ান’ নামের একটি বইও প্রকাশ করেছেন৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এদিন চিরাগ বোঝাতে চেয়েছেন যে রামবিলাসের প্রতি তাঁর বিরোধী গোষ্ঠীর কোনও শ্রদ্ধা নেই ৷ তাঁরা শুধু ক্ষমতালোভী ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2020 সালের 8 অক্টোবর রামবিলাস পাসোয়ান মারা যান ৷ তিনি 2014 সাল থেকে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী ছিলেন ৷ কিন্তু বাবার মৃত্যুর পর এনডিএ-র সঙ্গ ত্যাগ করে বিহারের ভোটে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নেন চিরাগ ৷ কিন্তু এখন দলে তাঁর বিরোধীরা ফের এনডিএ-তে সামিল হওয়ার চেষ্টা করছেন ৷ বাবার জন্মদিনের অনুষ্ঠানের মাধ্যমে চিরাগ সেটাই তুলে ধরতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন :তিরথের ইস্তফাকে সামনে রেখে জোড়া রাজনৈতিক লাভের আশায় বিজেপি

এদিকে এদিন রামবিলাস পাসোয়ানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি সেই টুইটে প্রয়াত এই নেতাকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details