লখনউ, 25 ফেব্রুয়ারি:পাসপোর্ট ছাড়াই নেপাল হয়ে ভারতে চলে আসা চিনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশের তদন্তকারী এজেন্সিগুলি ৷ গত 19 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ভারত-নেপাল সীমান্তের কাছ থেকে গ্রেফতার করা হয় ওয়াং জুয়াংজুকে ৷ 26 বছর বয়সি ধৃত ওই ব্যক্তি চিনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে ৷ শনিবার ধৃতের পুলিশি হেফাজতের মেয়াদ আরও 4 দিন বাড়ানো হয়েছে (Chinese citizen who entered India without passport) ৷
উল্লেখ্য, 19 তারিখ নেপাল সীমান্তে এসএসবি'র হাতে ধরে পড়ে ওই চিনা নাগরিক ৷ গ্রেফতারির সময় ওই ব্যক্তি তার পাসপোর্ট বা বৈধ কোনও নথি দেখাতে পারেনি ৷ এরপরে আদালতে তোলা হলে বিচারক তার 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷ ইতিমধ্যেই তদন্তের জন্য তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ জেরায় ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছে, দিল্লিতে সে 2 দিন ছিল ৷ সেই সময়ে সে দিল্লির বেশকিছু এলাকার ছবি তোলে ৷ সিসিটিভি ফুটেজেও দিল্লিতে ওয়াংয়ের গতিবিধি ধরা পড়েছে ৷ ধৃতের কাছ থেকে একটি ফোন ও ক্যামেরাও বাজেয়াপ্ত হয়েছে ৷ সেগুলি ফরান্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে (Chinese citizen will be questioned) ৷