পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chinese Citizen entered India: পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল ভারতে চিনা অনুপ্রবেশকারীর - Chinese citizen will be questioned

19 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভারত-নেপাল সীমান্তের কাছ থেকে ধরা পড়ে চিনা নাগরিক ওয়াং জুয়াংজু ৷ তার কাছ থেকে পাসপোর্ট মেলেনি (Chinese man entered India) ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Feb 25, 2023, 7:48 PM IST

লখনউ, 25 ফেব্রুয়ারি:পাসপোর্ট ছাড়াই নেপাল হয়ে ভারতে চলে আসা চিনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশের তদন্তকারী এজেন্সিগুলি ৷ গত 19 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ভারত-নেপাল সীমান্তের কাছ থেকে গ্রেফতার করা হয় ওয়াং জুয়াংজুকে ৷ 26 বছর বয়সি ধৃত ওই ব্যক্তি চিনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে ৷ শনিবার ধৃতের পুলিশি হেফাজতের মেয়াদ আরও 4 দিন বাড়ানো হয়েছে (Chinese citizen who entered India without passport) ৷

উল্লেখ্য, 19 তারিখ নেপাল সীমান্তে এসএসবি'র হাতে ধরে পড়ে ওই চিনা নাগরিক ৷ গ্রেফতারির সময় ওই ব্যক্তি তার পাসপোর্ট বা বৈধ কোনও নথি দেখাতে পারেনি ৷ এরপরে আদালতে তোলা হলে বিচারক তার 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷ ইতিমধ্যেই তদন্তের জন্য তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ জেরায় ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছে, দিল্লিতে সে 2 দিন ছিল ৷ সেই সময়ে সে দিল্লির বেশকিছু এলাকার ছবি তোলে ৷ সিসিটিভি ফুটেজেও দিল্লিতে ওয়াংয়ের গতিবিধি ধরা পড়েছে ৷ ধৃতের কাছ থেকে একটি ফোন ও ক্যামেরাও বাজেয়াপ্ত হয়েছে ৷ সেগুলি ফরান্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে (Chinese citizen will be questioned) ৷

আরও পড়ুন:সম্পত্তি নিয়ে বিবাদ, পরিবারের 4 সদস্যকে কুপিয়ে খুন মহিলার !

এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, ওয়াং জুয়াংজু চিন থেকে প্রথমে থাইল্যান্ড যায় ৷ সেখান থেকে পৌঁছয় নেপালে ৷ এরপর সেখান থেকে 14 ফেব্রুয়ারি সে দিল্লিগামী একটি বাসে ওঠে ৷ 19 ফেব্রুয়ারি দিল্লি থেকে ফেরার পথে লখিমপুর খেরির নেপাল সীমান্তের কাছ থেকে তাকে ধরা হয় ৷ ফের নেপালে পালিয়ে যাওয়ার ধান্দায় ছিল সে ৷ সূত্রের খবর, লখনউতে এনআইএ ওই চিনা নাগরিককে জেরা করবে ৷ সে ভারতে কবে এসেছিল, কেন এসেছিল, ঠিক কোথায় কোথায় গিয়েছিল, এখানে কাদের সঙ্গে সে দেখা করেছে এই প্রশ্নগুলির উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details