বেজিং, 19 ফেব্রুয়ারি: পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে চিনের 5 জন সেনা অফিসার ও জওয়ানের মৃত্যু হয়েছিল । এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করে নিল চিনের পিপলস লিবারেশন আর্মি । শুক্রবার চিনা সেনার সরকারি সংবাদপত্র পিএলএ ডেইলিতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2020 সালের জুন মাসে গলওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ বলিদান দিয়েছিলেন কারাকোরাম পর্বতে কর্তব্যরত পাঁচজন চিনা ফ্রন্টিয়ার অফিসা ও জওয়ানের । সেন্ট্রাল মিলিটারি কমিশন তাঁদের এই বলিদানের স্বীকৃতি দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ।
মৃত চিনা সৈনিকদের মধ্য়ে পিএলএ শিনজিয়াং মিলিটারি কম্যান্ডের রেজিমেন্টার কম্যান্ডার কি ফাবাও ছিলেন বলে দাবি করেছে পিএলএ ডেইলি । 15 জুনের সংঘর্ষে প্রাণ গিয়েছিল 20 জন ভারতীয় জওয়ানের । গত চার দশকে ভারত-চিন সীমান্তে সবচেয়ে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছিল সে দিন ।