নয়াদিল্লি, 3 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন ৷ বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, প্রথম দফার নির্বাচন হবে 1 ডিসেম্বর এবং দ্বিতীয় দফা 5 ডিসেম্বর ৷ ভোটগণনা হবে 8 ডিসেম্বর ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গুজরাত ও হিমাচল প্রদেশে একই দিনে ভোটগণনা ৷ সব মিলিয়ে দুই রাজ্যে নির্বাচন প্রক্রিয়া 10 ডিসেম্বরের মধ্যে শেষ হবে, জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commissioner Rajiv Kumar) ৷
তিনি আরও জানিয়েছেন, 1 ডিসেম্বর প্রথম দফার নির্বাচনে 89টি বিধানসভা কেন্দ্রে এবং 5 ডিসেম্বর দ্বিতীয় দফায় 93টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ 182 সদস্যের গুজরাত বিধানসভায় 3 লক্ষ 24 হাজার 422 জন নতুন ভোটদাতা প্রথম বার ভোট দেবেন ৷ মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 51 হাজার 782 ৷ রাজ্যে মোট ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 50 শতাংশে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে (Gujarat Assembly Election Date) ৷
প্রথম দফায় 89টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 14 নভেম্বর ৷ দ্বিতীয় দফায় 93টি কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 17 নভেম্বর ৷ প্রথম দফায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 17 নভেম্বর ৷ দ্বিতীয় দফায় 21 নভেম্বর ৷