নয়াদিল্লি, 13 জুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ইডির তলব ঘিরে সোমবার দিল্লিতে কংগ্রেস নেতাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের ৷ কংগ্রেসের অভিযোগ, পুলিশের আক্রমণে আহত হয়েছেন একাধিক কংগ্রেস নেতা ৷ চশমা ভেঙেছে ও পাঁজরে চোট পেয়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (Chidambaram left with hairline rib fracture congress blames Delhi police) ৷ এদিন রাতে এক টুইট বার্তায় চিদম্বরম লেখেন, "যখন তিনজন ভারি চেহারার পুলিশকর্মী আপনাকে ধাক্কা দেন, তখন আপনার চোট লাগার (হেয়ারলাইন ফ্র্যাকচার) সৌভাগ্য হয় ৷ যদিও চিকিৎসক জানিয়েছেন 10 দিনের মধ্যে এই চোট ঠিক হয়ে যাবে ৷" কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা জানিয়েছেন চিদম্বরমের বাঁ-দিকের পাঁজরে চোট লাগে ৷ তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি করে চশমা ফেলে দেওয়া হয় ৷
P Chidambaram : দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পাঁজরে চোট চিদম্বরমের - দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি
কংগ্রেসের অভিযোগ, দিল্লি পুলিশ কেসি ভেনুগোপালের উপর প্রাণঘাতী হামলা চালায় ৷ দিল্লির কংগ্রেস নেতা শক্তি সিং গোভিলকে লাঠি দিয়ে মারা হয়েছে (Congress slams Delhi police) ৷
আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ ইডি-র
কংগ্রেসের অভিযোগ, দিল্লি পুলিশ কেসি ভেনুগোপালের উপর প্রাণঘাতী হামলা চালায় ৷ দিল্লির কংগ্রেস নেতা শক্তি সিং গোভিলকে লাঠি দিয়ে মারা হয়েছে ৷ সাংসদ প্রমোদ তিওয়ারির মাথায় চোট লেগেছে ৷ শান্তিপূর্ণ মিছিলে নরেন্দ্র মোদি, অমিত শাহের পুলিশ বর্বর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ তাদের শতাধিক নেতা-কর্মীকে থানায় আটকে রাখা হয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের ৷ দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-সহ কংগ্রেস নেতৃত্বের উপর পুলিশের এদিনের আক্রমণকে ব্রিটিশ জমানার সঙ্গে তুলনা করেছে হাত শিবির ৷