দান্তেওয়াড়া, 27 এপ্রিল:চোখে জল, আর মুখে স্লোগান - 'ভারত মাতা কি জয়'৷ বৃহস্পতিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় শহিদ 10 জন পুলিশ কর্মী এবং একজন বেসামরিক চালকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে এই ছবিই দেখল দেশ ৷ মৃতদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হল ৷
বুধবার মাওবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং মাওবাদীদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা হবে ৷ একজন জওয়ানের মৃতদেহ গাড়িতে নিয়ে যাওয়ার পথে তাতে কাঁধ দেন মুখ্যমন্ত্রী বাঘেল ৷ মৃতদেহগুলিকে তাঁদের জন্মস্থানে স্থানান্তরিত করা হচ্ছে ৷
বুধবার বিকেলে দান্তেওয়াড়ার আরানপুর থানা এলাকায় নিরাপত্তা কর্মীদের একটি কনভয়ে মাওবাদীরা তাদের মাল্টি-ইউটিলিটি ভেহিকেল (MUV) বিস্ফোরণের পর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এর 10 জন কর্মী ও একজন বেসামরিক চালকের মৃত্যু হয় । আনুমানিক 40 কেজি বিস্ফোরক পদার্থ ধারণকারী একটি আইইডি ব্যবহার করে বিস্ফোরণটি করা হয়েছিল। ঘটনাস্থলে ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে যে, বিস্ফোরণস্থলে রাস্তা জুড়ে প্রায় 10 ফিট গভীর গর্ত হয়ে গিয়েছে । বিস্ফোরণে এমইউভি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে ।