পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chhattisgarh Naxal Attack: দান্তেওড়ায়ার মাও হামলায় 11 নিহতকে শ্রদ্ধাজ্ঞাপন, শহিদ জওয়ানকে কাঁধ দিলেন মুখ্যমন্ত্রী - ভূপেশ বাঘেল

দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত 11 জনকে শ্রদ্ধাজ্ঞাপন করা হল ৷ শহিদ জওয়ানকে কাঁধ দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷

Chhattisgarh Naxal Attack ETV Bharat
শহিদ জওয়ানকে কাঁধ দিলেন মুখ্যমন্ত্রী বাঘেল

By

Published : Apr 27, 2023, 3:27 PM IST

দান্তেওয়াড়া, 27 এপ্রিল:চোখে জল, আর মুখে স্লোগান - 'ভারত মাতা কি জয়'৷ বৃহস্পতিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় শহিদ 10 জন পুলিশ কর্মী এবং একজন বেসামরিক চালকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে এই ছবিই দেখল দেশ ৷ মৃতদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হল ৷

বুধবার মাওবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং মাওবাদীদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা হবে ৷ একজন জওয়ানের মৃতদেহ গাড়িতে নিয়ে যাওয়ার পথে তাতে কাঁধ দেন মুখ্যমন্ত্রী বাঘেল ৷ মৃতদেহগুলিকে তাঁদের জন্মস্থানে স্থানান্তরিত করা হচ্ছে ৷

বুধবার বিকেলে দান্তেওয়াড়ার আরানপুর থানা এলাকায় নিরাপত্তা কর্মীদের একটি কনভয়ে মাওবাদীরা তাদের মাল্টি-ইউটিলিটি ভেহিকেল (MUV) বিস্ফোরণের পর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এর 10 জন কর্মী ও একজন বেসামরিক চালকের মৃত্যু হয় । আনুমানিক 40 কেজি বিস্ফোরক পদার্থ ধারণকারী একটি আইইডি ব্যবহার করে বিস্ফোরণটি করা হয়েছিল। ঘটনাস্থলে ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে যে, বিস্ফোরণস্থলে রাস্তা জুড়ে প্রায় 10 ফিট গভীর গর্ত হয়ে গিয়েছে । বিস্ফোরণে এমইউভি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে ।

বৃহস্পতিবার কার্লি এলাকার পুলিশ লাইনে নিহতদের শেষশ্রদ্ধা জানানো হয় । ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীম বাঘেল, স্বরাষ্ট্রমন্ত্রী তাম্রধ্বজ সাহু, সাংসদ দীপক বৈজ এবং ফুলোদেবী নেতাম ও রাজ্য পুলিশের ডিজি অশোক জুনেজা নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । বাঘেল শহীদ জওয়ান এবং চালকের আত্মীয়দের সঙ্গেও দেখা করেন এবং তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছেন ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাঘেল বলেন, "জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না ৷ আমাদের জওয়ানরা তাঁদের মূল এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে কঠিন লড়াই চালাচ্ছে । গত চার বছরে, মাওবাদীদের মূল এলাকায় 75টি ক্যাম্প (নিরাপত্তা বাহিনীর) স্থাপন করা হয়েছে, যেখানে আগে ক্যাম্পগুলি শুধুমাত্র বাফার এলাকায় স্থাপিত হয়েছিল ৷"

তিনি আরও বলেন, এখন জাগরগুন্ডা পৌঁছনোর জন্য সুকমা যাওয়ার দরকার নেই ৷ কারণ আরানপুর ও ভৈরামগড় থেকে রাস্তা তৈরি করা হয়েছে । হিডমার সদর দফতর (ভয়ংকর নকশাল কমান্ডার) হিসেবে পরিচিত পুবর্তি (বিজাপুর জেলায়)এখন চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে (নিরাপত্তা বাহিনীর ক্যাম্প দ্বারা) বলে জানান তিনি ।

আরও পড়ুন:বাহিনীর বিরুদ্ধে বদলা নিতে হামলার ছক কষেছে মাওবাদীরা, খবর ছিল গোয়েন্দাদের কাছে !

ABOUT THE AUTHOR

...view details