নয়াদিল্লি, 11 এপ্রিল: পরবর্তী বাদল অধিবেশনেই সংসদে ডেটা প্রোটেকশন বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের কাছে এই বক্তব্য পেশ করা হয়েছে ৷ এদিন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোশেফের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চকে এই কথা জানিয়েছেন ৷ আদালতকে তিনি জানিয়েছেন, ডেটা প্রোটেকশন বিল প্রস্তুত হয়ে গিয়েছে ৷
ওই সাংবিধানিক বেঞ্চে রয়েছে বিচারপতি অজয় রস্তোগি, অনিরুদ্ধ বোস, হৃষিকেশ রায় ও সিটি রবিকুমার ৷ তাঁরা কেন্দ্রের বক্তব্যের নোট নিয়েছেন ৷ তাঁরা বিষয়টিকে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পেশ করার নির্দেশ দিয়েছেন ৷ যাতে এই নিয়ে প্রধান বিচারপতি নতুন বেঞ্চ তৈরি করতে পারেন ৷ কারণ, আগামী 16 জুন বিচারপতি যোশেফ অবসর নিচ্ছেন ৷
আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 23 অগস্ট ৷ ততদিনে বিচারপতি যোশেফ অবসর নিয়ে নেবেন ৷ তাই তখন নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে মনে করা হচ্ছে ৷ এদিকে এই মামলার আবেদনকারীর তরফে আদালতে এদিন হাজির ছিলেন আইনজীবী শ্যাম দিভান ৷ তিনি আদালতকে জানান যে আদালতের শুনানির সঙ্গে সংসদীয় বিষয়কে এক করা উচিত নয় ৷ সংসদীয় পদ্ধতি খুবই জটিল ৷ ওই বিল আবার কোনও কমিটির কাছে পাঠানো হতে পারে বলেও তিনি আদালতে আশঙ্কা প্রকাশ করেন ৷