পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Data Protection Bill: আগামী বাদল অধিবেশনেই পেশ হবে ডেটা প্রোটেকশন বিল, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র - সুপ্রিম কোর্ট

তথ্যের সুরক্ষা নিয়ে দুই পড়ুয়া মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে কেন্দ্র জানিয়েছে, ডেটা প্রোটেকশন বিল প্রস্তুত রয়েছে ৷ আগামী বাদল অধিবেশনেই তা পেশ করা হবে ৷

Supreme Court
Supreme Court

By

Published : Apr 11, 2023, 4:01 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল: পরবর্তী বাদল অধিবেশনেই সংসদে ডেটা প্রোটেকশন বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের কাছে এই বক্তব্য পেশ করা হয়েছে ৷ এদিন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোশেফের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চকে এই কথা জানিয়েছেন ৷ আদালতকে তিনি জানিয়েছেন, ডেটা প্রোটেকশন বিল প্রস্তুত হয়ে গিয়েছে ৷

ওই সাংবিধানিক বেঞ্চে রয়েছে বিচারপতি অজয় রস্তোগি, অনিরুদ্ধ বোস, হৃষিকেশ রায় ও সিটি রবিকুমার ৷ তাঁরা কেন্দ্রের বক্তব্যের নোট নিয়েছেন ৷ তাঁরা বিষয়টিকে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পেশ করার নির্দেশ দিয়েছেন ৷ যাতে এই নিয়ে প্রধান বিচারপতি নতুন বেঞ্চ তৈরি করতে পারেন ৷ কারণ, আগামী 16 জুন বিচারপতি যোশেফ অবসর নিচ্ছেন ৷

আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 23 অগস্ট ৷ ততদিনে বিচারপতি যোশেফ অবসর নিয়ে নেবেন ৷ তাই তখন নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে মনে করা হচ্ছে ৷ এদিকে এই মামলার আবেদনকারীর তরফে আদালতে এদিন হাজির ছিলেন আইনজীবী শ্যাম দিভান ৷ তিনি আদালতকে জানান যে আদালতের শুনানির সঙ্গে সংসদীয় বিষয়কে এক করা উচিত নয় ৷ সংসদীয় পদ্ধতি খুবই জটিল ৷ ওই বিল আবার কোনও কমিটির কাছে পাঠানো হতে পারে বলেও তিনি আদালতে আশঙ্কা প্রকাশ করেন ৷

উল্লেখ্য, এই মামলা দায়ের করেন দুই পড়ুয়া ৷ একজনের নাম কর্মণ্য সিং সারিন ও শ্রেয়া শেঠি ৷ তাঁরা হোয়াটসঅ্য়াপ ও এর মূল সংস্থা ফেসবুকের মধ্যে হওয়া একটি চুক্তিকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করেন ৷ তাঁদের বক্তব্য, কল রেকর্ড, ছবি, তথ্য, ভিডিয়ো ও নথি শেয়ার করার অর্থ হল ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা ৷ এটা বাক-স্বাধীনতাকেও লঙ্ঘন করে ৷

প্রসঙ্গত, 2019 সালে প্রথমবার ডেটা প্রোটেকশন বিল নিয়ে আসে কেন্দ্রীয় সরকার ৷ পরে যৌথ সংসদীয় কমিটির কাছেও যায় ৷ সেই নিয়ে বিল নিয়ে ব্যাপক বিতর্কও হয় ৷ বিভিন্ন মহল থেকে দাবি করা হয় যে কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে ডিজিটাল স্পেসে থাকা নেটিজেনদের তথ্য জেনে নিতে পারেন ৷

2022 সালে এই বিলটি প্রত্য়াহার করে নেয় কেন্দ্রীয় সরকার ৷ তখনই জল্পনা ছড়িয়েছিল যে কেন্দ্রের তরফে আরও সুশৃঙ্খল ও কড়া ডেটা প্রোটেকশন বিল নিয়ে আসা হবে ৷ যা এখনও সংসদে পেশ করেনি কেন্দ্র ৷ তবে মঙ্গলবার আদালতে কেন্দ্রের তরফে যা বলা হয়েছে, তা থেকে স্পষ্ট যে আগামী বাদল অধিবেশনেই বিল সংসদে পেশ করা হবে ৷ এখন দেখার নতুন কী আছে এই বিলে ? আর কোন কোন কড়া নীতি এই বিলের মাধ্যমে আরোপ করতে চায় কেন্দ্রের মোদি সরকার ৷

আরও পড়ুন:চিনের সঙ্গে কী সম্পর্ক ? গুগল ও পেটিএম-কে প্রশ্ন সংসদীয় কমিটির

ABOUT THE AUTHOR

...view details