নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : করোনা মহামারির গ্রাসে বিশ্ব ৷ ব্যক্তিক্রম নয় ভারত ৷ এখনও পর্যন্ত কোভিড-19 দেশে 4 লক্ষ 45 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কী দেওয়া হবে, তা নির্ধারণ করতে কেন্দ্রীয় সরকারকে বারবার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কেন্দ্র এ নিয়ে গড়িমসি করায় 3 সেপ্টেম্বর অসন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ আদালত। এর পরই বুধবার কেন্দ্রের তরফে করোনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের পরিমাণ সুপ্রিম কোর্টে জানানো হয় ৷
কেন্দ্রের তরফে এদিন শীর্ষ আদালতকে জানানো হয়, করোনায় মৃত ব্যক্তির পরিবার বা তাঁদের নিকট আত্মীয়কে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটি এই ক্ষতিপূরণ দেবে বলেও কেন্দ্র সুপারিশ করেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ ভবিষ্যতেও যদি কেউ মারা যান, তাঁদের পরিবার-পরিজনকেও এই ক্ষতিপূরণের দেওয়া হবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷