দিল্লি, 31 ডিসেম্বর: 2 জানুয়ারি থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। তাদের পরামর্শ, প্রাথমিকভাবে তিনটি পর্যায়ে রাজ্যেগুলির রাজধানীতে এই কাজ শুরু করা হোক । তবে যে রাজ্যগুলিতে দুর্গম এলাকা রয়েছে সেখানকার জেলাতেও এই ড্রাই রানের আয়োজন করা যেতে পারে ।
দেশে কোরোনার ভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক। সেই ভ্যাকসিনের ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। এখন চলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। ইতিমধ্যেই কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে রূপরেখাও তৈরি করে ফেলা হয়েছে। কোরোনার বিরুদ্ধে যাঁরা একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদেরই আগে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর ধাপে ধাপে অন্যরাও পাবেন। সেই কারণেই এখনই কোরোনার ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে রাজ্যগুলিকে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিতে বলেছে কেন্দ্রীয় সরকার।