পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Renuka Chowdhury: পুলিশের কলার ধরে বিতর্কে রেণুকা, অভিযোগ দায়ের - রাহুল গান্ধি

ন্য়াশনাল হেরাল্ড কাণ্ডে (National Herald Case) রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ইডি-এর (Enforcement Directorate) জেরার প্রতিবাদে কংগ্রেসের রাজভবন অভিযান ৷ হায়দরাবাদের কর্মসূচিতে পুলিশের কলার ধরে বিতর্কে জড়ালেন দলের প্রবীণ নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা চৌধুরী (Renuka Chowdhury) ৷

case filed against Renuka Chowdhury for holding a cop by his collar
Renuka Chowdhury: পুলিশের কলার ধরে বিতর্কে রেণুকা, অভিযোগ দায়ের

By

Published : Jun 16, 2022, 7:34 PM IST

হায়দরাবাদ, 16 জুন:প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে পুলিশকর্মীর কলার ধরে টান মারলেন কংগ্রেসের (Congress) প্রবীণ নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা চৌধুরী (Renuka Chowdhury) ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটে তেলঙ্গনার (Telangana) রাজধানী হায়দরাবাদে (Hyderabad) ৷ এর জেরে রেণুকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ প্রসঙ্গত, ন্য়াশনাল হেরাল্ড কাণ্ডে (National Herald Case) কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ ইতিমধ্যেই তাঁকে দফায় দফায় জেরা করেছে ইডি (Enforcement Directorate) ৷ শুক্রবার আবারও ED দফতরে ডাকা হয়েছে রাহুলকে ৷ এরই প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে কংগ্রেস ৷

তেলঙ্গনা কংগ্রেসের (Telangana Congress) পক্ষ থেকেও এদিন রাজ্যজুড়ে একাধিক বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয় ৷ হায়দরাবাদে এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন রেণুকা ৷ সেখানে পুলিশের সঙ্গে কংগ্রেসের নেতা ও কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় ৷ বিক্ষোভকারীদের পরে গ্রেফতার করে পুলিশ ৷ তখনই এক পুরুষ পুলিশকর্মীর কলার ধরে টানেন রেণুকা ৷ সংবাদমাধ্য়মে সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ তাতে দেখা যাচ্ছে, রেণুকা ওই পুলিশকর্মীকে কলার ধরে টানার চেষ্টা করছেন ৷ ওই পুলিশকর্মীর সঙ্গে রেণুকাকে তর্ক করতেও দেখা যায় ৷ সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ রেণুকাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান এবং পুলিশের গাড়িতে তুলে দেন ৷

আরও পড়ুন:National Herald Case : আজ ফের ইডির মুখোমুখি রাহুল গান্ধি, বিক্ষোভ ঠেকাতে মধ্য দিল্লিতে 144 ধারা

এই ঘটনার পরই রেণুকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ আইপিসি (Indian Penal Code)-এর 353 নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছে প্রবীণ কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ৷

রেণুকা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি কাউকে হেনস্থা করিনি ৷ আমাকে যদি পাকড়াও করা হয়, আমি সেটার মুখোমুখি হব ৷ এটাই আইন ৷ ওই যুবকের বিরুদ্ধে আমার কিছু বলার নেই ৷ তিনি আমার সঙ্গে খারাপ কিছু করেননি ৷ আমি আসলে সেই সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম ৷ তাই ওঁর কলার ধরেছিলাম ৷ আর আমাদের সেই সময় পিছন থেকে ধাক্কা মারা হচ্ছিল ৷"

গোটা ঘটনায় রেণুকার পাল্টা প্রশ্ন, "ওঁরা আমাকে ধাক্কা মারছিলেন ৷ আমার পায়ে কিছু সমস্য়া রয়েছে ৷ আমি পড়ে যাচ্ছিলাম ৷ তাই ওঁকে ধরেছিলাম ৷ আমি ওঁর কাছে ক্ষমা চাইব ৷ তবে, আমার আশা, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য পুলিশও ক্ষমা চাইবে ৷ আমাদের ঘিরে সেখানে অত বেশি পরিমাণে পুরুষ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল কেন ?"

ABOUT THE AUTHOR

...view details