উত্তরকাশী, 25 ডিসেম্বর: ধর্মান্তরিত করার বিরুদ্ধে রাস্তায় নামল বিজেপি ৷ অভিযোগ, ক্রিসমাস উপলক্ষ্য়ে গণহারে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছে ৷ ঘটনাটি উত্তরাখণ্ডের উত্তরকাশীর পুরোলা এলাকার ৷ এ বিষয়টি বিশ্ব হিন্দু পরিষদ পুলিশকে লিখিত আকারে জানিয়েছে ৷ পুলিশ উত্তরাখণ্ডের ধর্মীয় আইনের (Uttarakhand Religious Freedom Act 2018) আওতায় কিছু খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ বিজেপি-সহ বহু হিন্দু সংগঠন একটি বিক্ষোভ মিছিল করে ধর্মান্তিরত করার বিরুদ্ধে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন (Allegation of conversion in Uttarkashi Uttarakhand) ৷
সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পুরোলার কাছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নবনির্মিত বাড়িতে অনুষ্ঠান হয় ৷ সেখানে খ্রিস্টানদের সঙ্গে নেপালি বংশোদ্ভূত এবং আরও অনেকে ছিলেন ৷ এই অনুষ্ঠানের খবর পেতেই গ্রামবাসী, হিন্দু সংগঠনের লোকজন সেখানে পৌঁছন ৷ ধর্মান্তরিত করার অভিযোগ সেখানে ধুন্ধুমার কাণ্ড বাধে ৷ হিন্দু সংগঠনগুলি পুলিশ ও প্রশাসন কাছে গণহারে ধর্মান্তরিত করা হচ্ছে বলে অভিযোগ জানায় ৷
আরও পড়ুন:মুজফফরনগরে 12 বছর পর হিন্দুত্বে ফিরলেন 80 জন
এই ঘটনায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ রাস্তায় মিছিল বের হয় ৷ যানজটের সৃষ্টি হয় ৷ প্রতিবাদীরা তড়িঘড়ি পদক্ষেপের হুঁশিয়ারি দেয় ৷ এই ঘটনায় পুলিশ একটি উত্তরাখণ্ডের মিশনারির বিরুদ্ধে ধর্মীয় আইনে মামলা দায়ের করে ৷ বিশ্ব হিন্দু পরিষদের জেলা আধিকারিক বীরেন্দ্র সিং রাওয়াতের অভিযোগের ভিত্তিতে নেপালি বংশোদ্ভূত জগদীশ-সহ কয়েকজন খ্রিস্টানকে গ্রেফতার করা হয় ৷