পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Conversion in Uttarakhand: বড়দিনের প্রাককালে ধর্মান্তকরণের অভিযোগ, গ্রেফতার খ্রিস্টান মিশনারি - Uttarakhand Religious Freedom Act 2018

উত্তরাখণ্ডের উত্তরকাশীর পুরোলায় ধর্মান্তকরণের অভিযোগ উঠেছে ৷ শনিবার এতে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ খ্রিস্টান মিশনারির একটি বাড়িতে ভাঙচুর চলে (Case filed against people of christian missionaries) ৷

Uttarakhand Conversion
ETV Bharat

By

Published : Dec 25, 2022, 9:26 PM IST

উত্তরকাশী, 25 ডিসেম্বর: ধর্মান্তরিত করার বিরুদ্ধে রাস্তায় নামল বিজেপি ৷ অভিযোগ, ক্রিসমাস উপলক্ষ্য়ে গণহারে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছে ৷ ঘটনাটি উত্তরাখণ্ডের উত্তরকাশীর পুরোলা এলাকার ৷ এ বিষয়টি বিশ্ব হিন্দু পরিষদ পুলিশকে লিখিত আকারে জানিয়েছে ৷ পুলিশ উত্তরাখণ্ডের ধর্মীয় আইনের (Uttarakhand Religious Freedom Act 2018) আওতায় কিছু খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ বিজেপি-সহ বহু হিন্দু সংগঠন একটি বিক্ষোভ মিছিল করে ধর্মান্তিরত করার বিরুদ্ধে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন (Allegation of conversion in Uttarkashi Uttarakhand) ৷

সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পুরোলার কাছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নবনির্মিত বাড়িতে অনুষ্ঠান হয় ৷ সেখানে খ্রিস্টানদের সঙ্গে নেপালি বংশোদ্ভূত এবং আরও অনেকে ছিলেন ৷ এই অনুষ্ঠানের খবর পেতেই গ্রামবাসী, হিন্দু সংগঠনের লোকজন সেখানে পৌঁছন ৷ ধর্মান্তরিত করার অভিযোগ সেখানে ধুন্ধুমার কাণ্ড বাধে ৷ হিন্দু সংগঠনগুলি পুলিশ ও প্রশাসন কাছে গণহারে ধর্মান্তরিত করা হচ্ছে বলে অভিযোগ জানায় ৷

আরও পড়ুন:মুজফফরনগরে 12 বছর পর হিন্দুত্বে ফিরলেন 80 জন

এই ঘটনায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ রাস্তায় মিছিল বের হয় ৷ যানজটের সৃষ্টি হয় ৷ প্রতিবাদীরা তড়িঘড়ি পদক্ষেপের হুঁশিয়ারি দেয় ৷ এই ঘটনায় পুলিশ একটি উত্তরাখণ্ডের মিশনারির বিরুদ্ধে ধর্মীয় আইনে মামলা দায়ের করে ৷ বিশ্ব হিন্দু পরিষদের জেলা আধিকারিক বীরেন্দ্র সিং রাওয়াতের অভিযোগের ভিত্তিতে নেপালি বংশোদ্ভূত জগদীশ-সহ কয়েকজন খ্রিস্টানকে গ্রেফতার করা হয় ৷

একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে পাঠানো স্মারকলিপিতে হিন্দু সংগঠনগুলি অভিযোগ করে, দুঃস্থ গ্রামবাসীদের মধ্যে অনেককে লোভ দেখিয়ে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা হচ্ছে ৷ কিছু লোক এর প্রতিবাদ করায় অভিযুক্তরা গ্রামবাসীদের সঙ্গে মারপিট করে, অভদ্র ব্যবহার করে ৷ গ্রামের বাসিন্দাদের অনেকেই আহত হয়েছেন ৷ মুখ্যমন্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ করুন, আর্জি হিন্দু সংগঠনগুলির ৷

উত্তরাখণ্ডের পুরোলা থানায় ধর্মান্তকরণের অভিযোগের বিবরণ

পুলিশ আধিকারিক সুরেন্দ্র ভাণ্ডারি জানিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদের আধিকারিক বীরেন্দ্র রাওয়াতের অভিযোগের ভিত্তিতে উত্তরাখণ্ডের ধর্মীয় আইনে (Uttarakhand Religious Freedom Act 2018) কয়েকজন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ৷

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরাখণ্ড সরকার সম্প্রতি ধর্মান্তকরণ আইনকে সংশোধন করে তা আরও কঠোর করেছে ৷ 2018 সালে উত্তরাখণ্ডে ধর্মান্তকরণ আইন কার্যকরী হয় ৷ এতে দোষীদের 1-5 বছরের কারাবাসের সাজা হতে পারে ৷ তফশিলি জাতি, তফশিলি উপজাতিদের ক্ষেত্রে সেই সময়সীমা 7 বছর হতে পারে ৷ কিন্তু সংশোধিত আইনে এই সাজার সময় 10 বছর পর্যন্ত করা হয়েছে ৷ এছাড়া 50 হাজার বছর টাকা জরিমানা করার কথা বলা হয়েছে ৷ জোর করে ধর্মান্তকরণ করলে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে নির্যাতিতকে ৷

আরও পড়ুন: জোর করে ধর্মান্তকরণ অত্যন্ত গুরুতর বিষয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ABOUT THE AUTHOR

...view details