পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ayushman Bharat হাসপাতালের বদলে হোটেলে চিকিৎসা আয়ুষ্মান ভারতের রোগীদের, মামলা ডাক্তার দম্পতির বিরুদ্ধে - ডাক্তার দম্পতি

হাসপাতালের বদলে হোটেলে চিকিৎসা হচ্ছে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) রোগীদের ৷ হোটেলে হানা দিয়ে এই কাণ্ড নজরে আসার পরই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরে ডাক্তার দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ (Case against doctor couple)৷

Case against doctor couple in MP after Ayushman Bharat beneficiaries found in hotel instead of hospital
হাসপাতালের বদলে হোটেলে চিকিৎসা আয়ুষ্মান ভারতের রোগীদের, মামলা ডাক্তার দম্পতির বিরুদ্ধে

By

Published : Aug 29, 2022, 1:50 PM IST

জবলপুর, 29 অগস্ট:আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আওতায় যে 70জন রোগীর হাসপাতালে ভর্তি থাকার কথা, তাঁদের পাওয়া গেল হাসপাতালের পার্শ্ববর্তী একটি হোটেলে ৷ এই ঘটনায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে (Case against doctor couple)৷

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের ঘটনা ৷ স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা শুক্রবার হোটেল ভেগায় হানা দিয়ে দেখেন সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধেভোগী 70 জন রোগী ৷ তবে রেকর্ড অনুযায়ী, তাঁদের চিকিৎসার জন্য সেন্ট্রাল ইন্ডিয়া কিডনি হাসপাতালে থাকার কথা ৷

হোটেলটি হাসপাতাল লাগোয়া ৷ অতিরিক্ত পুলিশ সুপার গোপাল খাণ্ডেল জানিয়েছেন, তাঁদের কাছে খবর আসে যে, আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডার রোগীদের ভর্তির খরচ দিচ্ছে হাসপাতাল ৷ অথচ তাঁরা থাকছেন পাশের হোটেলে ৷ এ বিষয়টি নজরে আসার পর স্বাস্থ্য দফতর পুলিশকে তা জানালে রেইড করা হয় সংশ্লিষ্ট হোটেলে ৷

আরও পড়ুন:ইউটিউব ভিডিয়ো দেখে প্রতারণা, রোহিনী পুলিশের জালে গাজিয়াবাদের একটি চক্র

জবলপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযোগের ভিত্তিতে রবিবার এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ডা. অশ্বিনী পাঠক ও ডা. দুহিতা পাঠকের বিরুদ্ধে ৷ তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে ৷ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নমহ শিবায় আরজারিয়া জানিয়েছেন যে, জবলপুরের কালেক্টরের নির্দেশে আয়ুষ্মান ভারতের কার্ড হোল্ডারদের যে হোটেলে রাখা হয়েছিল, সেই হোটেল সিল করে দেওয়া হয়েছে ৷

ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 466 ধারা, 420 ধারা ও 471 ধারায় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রত্যেক পরিবার হাসপাতালে চিকিৎসার জন্য বছরে 5 লাখ টাকা পায় ৷

ABOUT THE AUTHOR

...view details