নয়া দিল্লি, 29 সেপ্টেম্বর : মন্ত্রিত্ব ছাড়ার পর ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রথম দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে৷ তিনি হয়তো বিজেপি সভাপতি (BJP President) জে পি নাড্ডা (JP Nadda), স্বরাষ্ট্রমন্ত্রী (Union Minister) অমিত শাহ-র (Amit Shah) সঙ্গে দেখা করতে পারেন৷ প্রশ্ন উঠছে, নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে তিক্ততার ফলস্বরূপ হাত ছেড়ে পদ্মফুলে ক্যাপ্টেন ?
যদিও গতকাল সাংবাদিকদের সব জল্পনাকে উড়িয়ে জানান ব্যক্তিগত কারণে দিল্লি সফরে এসেছেন ৷ তিনি তাঁর সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন ৷ ক্যাপ্টেনের মিডিয়া উপদেষ্টা (media advisor) রবীন ঠুকরাল (Raveen Thukral) টুইটে জানান, "অমরিন্দর সিংয়ের দিল্লি যাওয়া নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে ৷ তিনি ব্যক্তিগত প্রয়োজনে সেখানে গিয়েছেন ৷ তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করবেন আর কাপুরথালায় নতুন মুখ্যমন্ত্রীর জন্য বাড়িটি খালি করবেন ৷ অযথা জল্পনার কোনও দরকার নেই ৷" কিন্তু তা সত্ত্বেও জল্পনা থামছে না ৷