নয়াদিল্লি, 2 নভেম্বর:উপনির্বাচনে ফলপ্রকাশের (Bypoll Counting) পর বিজয় মিছিল (Victory Processions Banned) করতে পারবে না কোনও দল ৷ বিধানসভা নির্বাচনের সময়ই এই নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)৷ সেই নির্দেশই অব্যাহত থাকছে উপনির্বাচনের ক্ষেত্রেও ৷ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে সে কথাই আবার মনে করিয়ে দিল নির্বাচন কমিশন ৷
30 অক্টোবর 29টি বিধানসভা আসন ও তিনটি লোকসভা আসনে উপনির্বাচন সম্পন্ন হয় ৷ আজ ছিল তার ভোটগণনা ৷ কোভিড বিধির কথা মাথায় রেখে এই ভোটের ক্ষেত্রেও ফলপ্রকাশের পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, কর্নাটক, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, তেলাঙ্গানা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ কমিশন জানিয়ে দিয়েছে, এপ্রিল মাসে বিজয় মিছিলের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বজায় থাকবে উপনির্বাচনের ক্ষেত্রেও ৷
আরও পড়ুন:Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার