হায়দরাবাদ, 24 নভেম্বর: বিভিন্ন মাধ্যমে 2022-23 সালের জন্য ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) মোট 683 কোটি 6 লক্ষ 70 হাজার 500 টাকার অনুদান সংগ্রহ করেছে ৷ এতে নির্বাচনী বন্ড আকারে 529 কোটি তিন লক্ষ 70 হাজার টাকা, প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে 90 কোটি টাকা এবং ব্যক্তি ও সংস্থার কাছ থেকে 64 কোটি তিন লক্ষ 500 টাকা অনুদান নিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের পার্টি ৷
জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিভিন্ন মাধ্যমে দেশের আঞ্চলিক দলগুলোর প্রাপ্ত তহবিল প্রকাশ করেছে। আর সেই পরিসংখ্য়ানেই দেখা যাচ্ছে দেশের যেকোনও আঞ্চলিক দলের তুলনায় সবচেয়ে বেশি অনুদান পেয়েছে বিআরএস। দলে মোট 64.03 কোটি টাকার অনুদানের মধ্যে সবচেয়ে বেশি টাকা এসেছে মন্ত্রী, জনপ্রতিনিধি, নেতা এবং তাদের পরিবারের সদস্য এবং তাদের সংগঠন থেকে। রাজ্যের অসামরিক সরবরাহ মন্ত্রী গাঙ্গুলা কমলাকার 10 কোটি টাকা, পরিবহণমন্ত্রী পুভভাদা অজয় কুমারের স্ত্রী জয়শ্রী, উদয় কুমারের স্ত্রী এবং তাদের ছেলে নরেন, হনস পাওয়ার অ্যান্ড ইনফ্রা কোম্পানির ডিরেক্টর 10 কোটি টাকা, রাজ্যসভার সদস্য ভাদ্দিরাজু রবিচন্দ্রের গায়ত্রীর গ্রানাইট কোম্পানি 10 কোটি, শ্রমমন্ত্রী চামাকুরা মাল্লারেডি 2 কোটি 75 লক্ষ টাকা এবং তাঁর স্ত্রী কল্পনা 2 কোটি 25 লক্ষ টাকা পার্টি ফান্ডে দান করেছেন বলে কমিশন সূত্রে খবর ৷
এমএলসি পি ভেঙ্কটরামরেডির ঘনিষ্ঠ আত্মীয় রাজাপুষ্প 10 কোটি টাকা দান করেছেন। চালমেদা নরসিমা রাও-এর পরিবারের অন্তর্গত চালমেদা ফিডস এবং বিমলা ফিডস, যিনি বর্তমানে ভেমুলাওয়াড়া থেকে বিআরএস প্রার্থী, প্রত্যেকে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা দান করেছে পার্টি ফান্ডে ৷ কলকাতার এমকেজে এন্টারপ্রাইজেস বিআরএস'কে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে বলেও খবর ৷ কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী বিআরএস-এর পরেই সবচেয়ে বেশি অনুদান পাওয়ার তালিকায় রয়েছে ডিএমকে ৷