হিথরো, 22 এপ্রিল : ভারত থেকে কোনও অতিরিক্ত বিমানকে সেখানে ঢোকার অনুমতি দেবে না ব্রিটেনের হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, যে সব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ অতিরিক্ত মাত্রায় বাড়ছে সেই সব এলাকা নিয়ে একটি লাল তালিকা তৈরি করেছে ব্রিটেন ৷ সেই তালিকায় রয়েছে ভারতের নাম ৷ আর সেকারণেই অতিরিক্ত বিমান ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷
সেখানকার স্বাস্থ্য়মন্ত্রী ম্য়াট হ্য়ানকক জানিয়েছেন, ভারতে প্রায় 100টি প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, " ভারতকে লাল তালিকাভুক্ত করে আমরা খুবই কঠোর সিদ্ধান্ত নিয়েছি ৷ যাঁরা ব্রিটেনের বাসিন্দা নন অথবা আইরিস নন এমন নাগরিকরা যদি বিগত 10 দিন ভারতে থাকেন তাঁরা ব্রিটেনে ঢুকতে পারবেন না ৷ "