জামতাড়া, 24 ফেব্রুয়ারি : ঝাড়খণ্ডের বরাকর নদীতে উল্টে গেল নৌকা ৷ দুর্ঘটনার পরপর 2 জনের মৃতদেহ উদ্ধার হয় ৷ পরে আরও দু'জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর ৷ দুর্ঘটনাগ্রস্ত নৌকায় সওয়ার আরও 14 জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তড়িঘড়ি নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ টিম ৷ মাঝ নদীতে নৌকো উল্টে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা (Boat capsizes in Barakar) ৷
বৃহস্পতিবার রাতে জামতাড়া থেকে 18 জন যাত্রী নিয়ে নিরসার উদ্দেশে রওনা দিয়েছিল নৌকাটি ৷ পথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় ৷ জানা গিয়েছে, বারবেন্দিয়া ব্রিজের কাছে মাঝনদীতে হঠাৎই নৌকাটি উল্টে যায় ৷ নৌকায় সওয়ার 18 জন জন যাত্রীই ডুবে যান ৷ তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ এখনও পর্যন্ত চারজনের মৃতদের উদ্ধার হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ জেলা প্রশাসনের মতে, দুর্ঘটনার পিছনে ঝড়বৃষ্টি কারণ হতে পারে ৷