আহমেদাবাদ, 28 নভেম্বর: মহাদেব থাকেন আজমেরে (Mahadev lives in Ajmer) আর আল্লাহ থাকেন সোমনাথ মন্দিরে (Allah lives in Somnath)৷ নির্বাচনী প্রচারে এ কথা বললেন কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাজগুরু (Indranil Rajguru)৷ যদিও এই মন্তব্যের জন্য তাঁর তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP slams Gujarat Congress candidate)৷ তাদের দাবি, এই কথা বলে হিন্দুদের অপমান করেছেন রাজকোট পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ৷
নির্বাচনী প্রচারে (Gujarat Assembly Election) কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল রাজগুরুর বক্তব্যের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় রাজকোট পূর্ব আসনের কংগ্রেস প্রার্থীকে বলতে শোনা গিয়েছে যে তাঁর চোখে ঈশ্বর ও আল্লাহর মধ্যে কোনও পার্থক্য নেই ৷ তিনি বলেন, "আমার দৃষ্টিতে, মহাদেব এবং আল্লাহ একই । মহাদেব থাকেন আজমেরে, আর আল্লাহ থাকেন সোমনাথে ।" এরপর তিনি আল্লাহু আকবর এবং হর হর মহাদেব উচ্চারণ করেন ৷
কিছুদিনের জন্য আম আদমি পার্টিতে যুক্ত হয়ে ফের কংগ্রেসে ফিরে এসেছে ইন্দ্রনীল রাজগুরু ৷ ওই সমাবেশে তিনি আরও বলেন, "আমি আমার হিন্দু ভাইদের ভগবান মহাদেবের (সোমনাথ) বাসে নিয়ে যাওয়ার আনন্দ অনুভব করি । কিন্তু আমি একই আনন্দ অনুভব করি যখন আমি আজমেরে মানুষ ভর্তি ট্রেন নিয়ে যাই...যাঁরা যাঁরা আমাদের সংস্কার করতে চায়, তাঁদের জানা উচিত আমরা সবাই মানুষ ।"