পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রামমন্দিরের উদ্বোধন সারা দেশে লাইভ দেখাবে বিজেপি - রামমন্দিরের উদ্বোধন

Ram Mandir Consecration: রামমন্দিরের উদ্বোধনের লাইভ টেলিকাস্ট সারা দেশের বুথস্তরে দেখাবে বিজেপি ৷ সেই কারণে দলের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷

Ram Mandir
Ram Mandir

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 1:34 PM IST

Updated : Jan 6, 2024, 1:56 PM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধন সরাসরি সারা দেশে দেখাতে চায় ভারতীয় জনতা পার্টি ৷ সেই কারণে আগামী 22 জানুয়ারি যখন রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই সময় সারা দেশে বিজেপি সাংগঠনিকভাবে বুথস্তরে লাইভ টেলিকাস্ট করবে ৷ সূত্রের খবর, বিজেপি কর্মীদের কাছে এই নিয়ে প্রয়োজনীয় নির্দেশও পৌঁছে গিয়েছে ৷ সেই নির্দেশে কর্মীদের বলা হয়েছে, বুথে বুথে বড় স্ক্রিন বসাতে ৷ সেই স্ক্রিনেই চলবে লাইভ টেলিকাস্ট ৷

সারা দেশের সব সাধারণ মানুষ যাতে এই উদ্বোধন দেখতে পান, সেই কারণেই এই ব্য়বস্থা বলে জানা গিয়েছে ৷ বিজেপি সূত্রে খবর, সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগও সেরে রাখতে চাইছে গেরুয়া শিবির ৷ তাছাড়া কর্মীদের কম্বল বিলি, এলাকার মানুষকে নিয়ে পিকনিক ও অন্যান্য সমাজসেবামূলক কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে কর্মীদের ৷

উল্লেখ্য, দীর্ঘ টানাপোড়েনের পর অযোধ্যার বিতর্কিত জমিই রামের জন্মভূমি বলে রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ তার পর আদালতের নির্দেশে তৈরি হয় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট ৷ ওই ট্রাস্টই তৈরি করছে রামমন্দির ৷ 2020 সালের 5 অগস্ট মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর হাত ধরেই মন্দিরের গর্ভগৃহে রামলালার অভিষেক হবে আগামী 22 জানুয়ারি ৷

সেদিন অযোধ্যায় জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করা হয়েছে৷ অতিথি হিসেবে যেমন ভিভিআইপি-রা উপস্থিত থাকবেন, তেমনই থাকবেন অসংখ্য সাধু-সন্ত ৷ সেই কারণে আগে থেকেই ওই দিন সাধারণ দর্শনার্থীদের অযোধ্য়ায় না যেতে অনুরোধ করা হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে ৷ বিজেপি সূত্রে খবর, অযোধ্যায় উপস্থিত না হয়েও দেশবাসী যাতে পুরো অনুষ্ঠান পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পায়, সেই কারণে একেবারে বুথস্তরে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হচ্ছে ৷

রামলালার এই প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠান অযোধ্যায় শুরু হবে আগামী 14 জানুয়ারি ৷ চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত ৷ এই উৎসবের নাম অমৃত মহোৎসব ৷ এই কারণে প্রায় 10-15 হাজার ভক্তের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. কনকনের শীতের সঙ্গে লড়াই, পানিপথ থেকে লক্ষ কম্বল যাচ্ছে অযোধ্যায়
  2. প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা, স্নান করবেন 96 কলসির জলে
  3. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
Last Updated : Jan 6, 2024, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details