নয়াদিল্লি, 6 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধন সরাসরি সারা দেশে দেখাতে চায় ভারতীয় জনতা পার্টি ৷ সেই কারণে আগামী 22 জানুয়ারি যখন রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই সময় সারা দেশে বিজেপি সাংগঠনিকভাবে বুথস্তরে লাইভ টেলিকাস্ট করবে ৷ সূত্রের খবর, বিজেপি কর্মীদের কাছে এই নিয়ে প্রয়োজনীয় নির্দেশও পৌঁছে গিয়েছে ৷ সেই নির্দেশে কর্মীদের বলা হয়েছে, বুথে বুথে বড় স্ক্রিন বসাতে ৷ সেই স্ক্রিনেই চলবে লাইভ টেলিকাস্ট ৷
সারা দেশের সব সাধারণ মানুষ যাতে এই উদ্বোধন দেখতে পান, সেই কারণেই এই ব্য়বস্থা বলে জানা গিয়েছে ৷ বিজেপি সূত্রে খবর, সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগও সেরে রাখতে চাইছে গেরুয়া শিবির ৷ তাছাড়া কর্মীদের কম্বল বিলি, এলাকার মানুষকে নিয়ে পিকনিক ও অন্যান্য সমাজসেবামূলক কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে কর্মীদের ৷
উল্লেখ্য, দীর্ঘ টানাপোড়েনের পর অযোধ্যার বিতর্কিত জমিই রামের জন্মভূমি বলে রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ তার পর আদালতের নির্দেশে তৈরি হয় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট ৷ ওই ট্রাস্টই তৈরি করছে রামমন্দির ৷ 2020 সালের 5 অগস্ট মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর হাত ধরেই মন্দিরের গর্ভগৃহে রামলালার অভিষেক হবে আগামী 22 জানুয়ারি ৷