বেঙ্গালুরু, 5 মে :বেঙ্গালুরুতে কোভিড রোগীদের জন্য বরাদ্দ শয্যা নিয়ে লুঠের কারবার চলছে ৷ হাসপাতালের শয্য়ার বিনিময়ে আদায় করা হচ্ছে মোটা টাকা ৷ এমনটাই অভিযোগ করেছেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ৷ তাঁর দাবি, হাসপাতালের 4 হাজার 65 টি শয্যা করোনা আক্রান্তদের জন্য আটকে রাখা হলেও পরে তা মোটা টাকা ঘুষের বিনিময়ে রোগীদের কাছে বিক্রি করা হয় ৷ ঘটনার জন্য বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি) কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তেজস্বী ৷ তাঁর দাবি, যে পৌর আধিকারিকরা এই অনিয়মের পিছনে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক ৷
গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি নিয়ে সরব হন তেজস্বী ৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দলের আরও তিন স্থানীয় বিধায়ক রবি সুব্রাহ্মন্য, সতীশ রেড্ডি এবং উদয় গারুদাচার ৷