পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেঙ্গালুরুতে ঘুষের বিনিময়ে শয্যা, বিজেপি সাংসদের নিশানায় বিবিএমপি - ঘুষ

বেঙ্গালুরুতে কোভিড রোগীদের জন্য বরাদ্দ শয্যা নিয়ে ঘুষের কারবার চালানোর অভিযোগ ৷ বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি) কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে অভিযোগ বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি ৷

BJP MP Tejasvi Surya alleges misuse of government quota beds and bed-blocking
বেঙ্গালুরুতে ঘুষের বিনিময়ে শয্যা, বিজেপি বিধায়কের নিশানায় বিবিএমপি

By

Published : May 5, 2021, 3:20 PM IST

বেঙ্গালুরু, 5 মে :বেঙ্গালুরুতে কোভিড রোগীদের জন্য বরাদ্দ শয্যা নিয়ে লুঠের কারবার চলছে ৷ হাসপাতালের শয্য়ার বিনিময়ে আদায় করা হচ্ছে মোটা টাকা ৷ এমনটাই অভিযোগ করেছেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ৷ তাঁর দাবি, হাসপাতালের 4 হাজার 65 টি শয্যা করোনা আক্রান্তদের জন্য আটকে রাখা হলেও পরে তা মোটা টাকা ঘুষের বিনিময়ে রোগীদের কাছে বিক্রি করা হয় ৷ ঘটনার জন্য বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি) কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তেজস্বী ৷ তাঁর দাবি, যে পৌর আধিকারিকরা এই অনিয়মের পিছনে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক ৷

গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি নিয়ে সরব হন তেজস্বী ৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দলের আরও তিন স্থানীয় বিধায়ক রবি সুব্রাহ্মন্য, সতীশ রেড্ডি এবং উদয় গারুদাচার ৷

তেজস্বীর অভিযোগ, হাসপাতালের শয্যা নিয়ে যে ঘুষের কারবার চলছে, তার সঙ্গে বিবিএমপি আধিকারিক, হাসপাতালের কর্মী এবং করোনা মোকাবিলায় তৈরি বিভিন্ন জোনাল ওয়ার রুমে কর্মরত কর্মী ও আধিকারিকরা জড়িত রয়েছেন ৷

আরও পড়ুন :সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ স্থগিতের দাবিতে মামলা সুপ্রিম কোর্টে

এই প্রসঙ্গে তেজস্বী বলেন, ‘‘এটা ঠিক যে আমাদের দলই এখানে ক্ষমতায় রয়েছে ৷ কিন্তু তার মানে এই নয় যে আমরা এত দুর্নীতি দেখেও মুখ বুজে বসে থাকব ৷ এই দুর্নীতি বহু মানুষকে মৃত্য়ুর মুখে ঠেলে দিয়েছে ৷ এর ফলে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী ৷ কিন্তু আমাদের এই দুর্নীতি আটকাতেই হবে ৷ যাতে আরও মানুষকে এভাবে প্রাণ খোয়াতে না হয় ৷’’

ABOUT THE AUTHOR

...view details