পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhagwant Mann : মদ্যপ অবস্থায় গুরুদ্বারে প্রবেশ ! ভগবত মানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ - Bhagwant Mann entering Gurudwara

মদ খেয়ে গুরুদ্বারায় ঢুকেছিলেন বলে অভিযোগ উঠল পঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবত মানের বিরুদ্ধে ৷ পুলিশি ব্যবস্থার দাবি জানালেন বিজেপি নেতা (Bhagwant Mann) ৷

Punjab CM Bhagwant Mann
ভগবত মানের বিরুদ্ধে অভিযোগ

By

Published : Apr 17, 2022, 12:44 PM IST

চণ্ডীগড়, 17 এপ্রিল :মদ্যপ অবস্থায় গুরুদ্বারা ঢুকতে গিয়ে বিতর্ক তৈরি করলেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ৷ আর সেই সুযোগে বিজেপির তাজিন্দার পাল সিং বাগ্গা শনিবার পুলিশের কাছে ভগবত মানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ এমনকি পঞ্জাবের ডিজিপিকে এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে অনুরোধ করেছেন (BJP Leader complaints against Bhagwant Mann for entering Gurudwara after getting drunk) ৷

পুলিশে অভিযোগ জানানোর ফর্মটির ছবি তুলে পোস্ট করেছেন বিজেপি নেতা তাজিন্দার পাল (Tajinder Pal Singh Bagga) ৷ তিনি লিখেছেন, "পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান মদ্যপ অবস্থায় গুরুদ্বারা দমদমা সাহিবে ঢুকছিলেন ৷ আমি পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি ৷ আমি পঞ্জাব পুলিশের ডিজিপিকে অনুরোধ করছি, পঞ্জাব পুলিশ যেন আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয় ৷"

আরও পড়ুন : Bhagwant Singh Mann Punjab Election : একসময় বিচারক সিধুকে হাসাতে কসরৎ করতেন ভগবন্ত, আজ শেষ হাসি হাসলেন তিনিই

এর আগে শুক্রবার শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (Shiromani Gurdwara Parbandhak Committee, SGPC) পঞ্জাব মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা ভগবত সিং মানকে নিয়ে একই অভিযোগ করেছিল ৷ তিনি 14 এপ্রিল, বৈশাখীর দিন মদের নেশা করে তখত দমদমা সাহিবের ভিতরে ঢুকেছিলেন ৷ তারা মুখ্যমন্ত্রীর ক্ষমা চেয়েছেন ৷ আপ মুখ্যমন্ত্রী বৈশাখীর দিন তখত গুরুদ্বার সাহিবে ঢোকার একটি ছবিও পোস্ট করে টুইট করেছিলেন ৷ তিনি লিখেছিলেন, "বৈশাখী এবং খালসা পন্থ সজনা দিবসে গুরুদ্বারা তখত সাহিবে আমরা প্রণাম জানালাম ৷ পঞ্জাবের উন্নতির জন্য প্রার্থনা করলাম ৷"

ABOUT THE AUTHOR

...view details