পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corbevax For Children : 5-11 বছর বয়সিদের টিকাকরণে কর্বেভ্যাক্সকে অনুমোদন করল বিশেষজ্ঞ কমিটি - Emergency Use Listing EUL

দেশে 5-11 বছর বয়সীদের কোভিড টিকাকরণ এখনও শুরু হয়নি ৷ এই বয়সিদের কোভিড-19 ভ্যাকসিন কর্বেভ্যাক্সকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্রের অনুমোদন দিল বিশেষজ্ঞ কমিটি (Corbevax For Children) ৷

Corbevax for 5 to 11 years
কোভিড 19 ভ্যাকসিন কর্বেভ্যাক্স

By

Published : Apr 22, 2022, 1:01 PM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল : জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভিড-19 ভ্যাকসিন কর্বেভ্যাক্সকে অনুমোদন দেওয়া হল ৷ 5-11 বছর বয়সিদের জন্য বায়োলজিক্যাল ই-র এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার প্রস্তাব পাঠিয়েছে বিশেষজ্ঞ কমিটি (Biological E's COVID-19 vaccine Corbevax recommended for granting emergency use authorisation) ৷

অন্যদিকে 2-11 বছর বয়সিদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও তালিকায় রয়েছে ৷ সিডিএসসিও-র কোভিড-19 সাবজেক্ট এক্সপার্ট কমিটি (Subject Expert Committee) ভারত বায়োটেক-এর কাছ থেকে তাদের ভ্যাকসিন সম্পর্কে আরও তথ্য চেয়েছে ৷ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই (Drugs Controller General of India, DCGI) কোভোভ্যাক্স-কে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে ৷ গত বছরের 28 ডিসেম্বর সাবালক এবং এবছর 9 মার্চ 12-17 বছরের নাগরিকেরা শর্তসাপেক্ষে এই ভ্যাকসিন নিতে পারবে ৷

আরও পড়ুন : Corona Update in India : করোনা সংক্রমণ আড়াই হাজার ছুঁইছুঁই, মৃত 54

বর্তমানে 12-14 বছরের কিশোর-কিশোরীদের বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্স ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷ গত বছরের 24 ডিসেম্বর ডিসিজিআই 12-18 বছর বয়সীদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের (Emergency Use Listing, EUL) ছাড়পত্র দিয়েছে কোভ্যাক্সিনকে ৷

ভারতে 16 মার্চ থেকে 12-14 বছর বয়সিদের কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ আর 2021-এর 16 জানুয়ারি সারা দেশে কোভিড-19 ভ্যাকসিন প্রক্রিয়ার সূচনা হয় ৷ 60 বছর এবং তার ঊর্ধ্বে থাকা মানুষদের কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরু হয় 2021-এর 1 মার্চ ৷ পাশাপাশি 45 বছরের ঊর্ধ্বে এবং কোমর্বিডিটি থাকা রোগীদেরও এই ভ্যাকসিনেশন দেওয়া শুরু হয় দেশে ৷

2021-এর 1 এপ্রিল 45 বছরের ঊর্ধ্বে সবাইকে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া চালু করে মোদি সরকার ৷ এরপর 1 মে থেকে 18-র বেশি বয়সি সব নাগরিককে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় ৷ এবছর 3 জানুয়ারি 15-18 বছর বয়সিদের জন্য ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয় দেশে ৷ নবজাতক থেকে 11 বছর পর্যন্ত বয়সিদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত এখনও ঘোষণা করেনি সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details