পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পর্যাপ্ত খাবার না পেয়ে বাড়ির পথে, শ্রমিকদের বুঝিয়ে ক্যাম্পে ফেরত পুলিশের - Lockdown

কেরালার ক্যাম্পগুলিতে পর্যাপ্ত খাবার না পাওয়ায় বাড়ি ফেরার জন্য হাঁটতে শুরু করে প্রায় 100 পরিযায়ী শ্রমিক । পরে পুলিশ তাদের বুঝিয়ে ক্যাম্পে ফেরায় । শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান জেলা আধিকারিক ।

হেঁটে বাড়ি ফেরার চেষ্টায় শ্রমিকরা
হেঁটে বাড়ি ফেরার চেষ্টায় শ্রমিকরা

By

Published : May 19, 2020, 6:43 PM IST

কোচি, 19 মে : কেরালা থেকে প্রায় 100-রও বেশি পরিযায়ী শ্রমিক উত্তর ভারতে নিজ নিজ রাজ্যে ফেরার জন্য হাঁটতে শুরু করেছিলেন । কিন্তু, আজ পুলিশ তাঁদের রাস্তা আটকায় এবং তাঁদের ফের কেরালায় নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেয় । পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, ক্যাম্পগুলিতে পর্যাপ্ত খাবার পাওয়া যাচ্ছে না । এছাড়া, সরকারের তরফে ক্যাম্প থেকে তাঁদের বাড়ি ফেরার জন্য কোনও ট্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে না ।

বিহার ও উত্তরপ্রদেশের শ্রমিকরা বলেন, "আমরা নিজেদের রাজ্যে ফিরতে চাই । আমাদের কাছে টাকা নেই । খাবারও শুধু দিনে একবার দেওয়া হয় । এখানে কোনও কাজও নেই ।" শুধুমাত্র জলের বোতল ও নিজেদের সামান্য কিছু জিনিসপত্র নিয়ে তাঁরা ভাল্লাপটনম থেকে হাঁটতে শুরু করেন । ভাল্লাপটনমে তাদের বেশিরভাগই প্লাইয়ুড কারখানায় কাজ করতেন । তাঁদের এভাবে হাঁটতে দেখে রেলওয়ে পুলিশ ফোর্সের এক আধিকারিক পুলিশকে খবর দেয় ।

অনেক শ্রমিকের অভিযোগ, চারজনের পরিবারে এক সপ্তাহের জন্য মাত্র দুই কিলো আটা দেওয়া হচ্ছে । এতে তাঁরা কীভাবে সারা সপ্তাহ পেট চালাবেন । সুশীল কুমার নামে এক শ্রমিক বলেন, "আমরা বাড়ি যেতে চাই । আমরা হেঁটে যেতেও রাজি আছি ।"

হেঁটে যাওয়ার সময় একদল শ্রমিককে আটকায় পুলিশ । তারপর তাঁদের বুঝিয়ে ফের তাদের ক্যাম্পে পাঠানো হয় । পরে এই শ্রমিকদের KSRTC বাসে করে নিজ নিজ ক্যাম্পে পৌঁছে দেওয়া হয় । জেলা আধিকারিক জানান, শ্রমিকরা যে অভিযোগ করেছে তা তদন্ত করে দেখা হবে । 15 মে পর্যন্ত 33 হাজার শ্রমিক 29টি ট্রেনে কেরালা থেকে নিজ নিজ রাজ্যে ফিরে গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details