কোচি, 19 মে : কেরালা থেকে প্রায় 100-রও বেশি পরিযায়ী শ্রমিক উত্তর ভারতে নিজ নিজ রাজ্যে ফেরার জন্য হাঁটতে শুরু করেছিলেন । কিন্তু, আজ পুলিশ তাঁদের রাস্তা আটকায় এবং তাঁদের ফের কেরালায় নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেয় । পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, ক্যাম্পগুলিতে পর্যাপ্ত খাবার পাওয়া যাচ্ছে না । এছাড়া, সরকারের তরফে ক্যাম্প থেকে তাঁদের বাড়ি ফেরার জন্য কোনও ট্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে না ।
বিহার ও উত্তরপ্রদেশের শ্রমিকরা বলেন, "আমরা নিজেদের রাজ্যে ফিরতে চাই । আমাদের কাছে টাকা নেই । খাবারও শুধু দিনে একবার দেওয়া হয় । এখানে কোনও কাজও নেই ।" শুধুমাত্র জলের বোতল ও নিজেদের সামান্য কিছু জিনিসপত্র নিয়ে তাঁরা ভাল্লাপটনম থেকে হাঁটতে শুরু করেন । ভাল্লাপটনমে তাদের বেশিরভাগই প্লাইয়ুড কারখানায় কাজ করতেন । তাঁদের এভাবে হাঁটতে দেখে রেলওয়ে পুলিশ ফোর্সের এক আধিকারিক পুলিশকে খবর দেয় ।