দিল্লি , 14 অক্টোবর : ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে এবং সশস্ত্র বাহিনীর যা প্রয়োজন তা দেশের মধ্যেই উৎপাদন করতে পারে । 40 দিনে ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO)-র বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা সফল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ এমনটাই ঘোষণা করলেন DRDO প্রধান সতীশ রেড্ডি ৷
ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) গত পাঁচ সপ্তাহে প্রায় 10 টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে ৷ যার মধ্যে রয়েছে শৌর্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র , ব্রহ্মোস , পৃথ্বী পারমাণবিক-সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র , রুদ্রম-I ইত্যাদি ৷ একটি সাক্ষাৎকারে DRDO প্রধান সতীশ রেড্ডি বলেন , "আমি একটি কথা বলতে চাই , দেশ যেভাবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এবং বিশেষত গত পাঁচ থেকে ছয় বছরে যেভাবে নিজেকে বিকশিত করেছে , বিভিন্ন পরীক্ষায় যেভাবে অগ্রগতি হয়েছে , তাতে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ভারত সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জন করেছে ৷"
ক্ষেপণাস্ত্র আমদানি বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর কোনও প্রয়োজন আছে কি না , সেই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন , "সশস্ত্র বাহিনীর চাহিদা অনুযায়ী আমরা এখন যে কোনও ধরনের অস্ত্র উৎপাদন করতে সক্ষম ৷ বেসরকারি সেক্টরও আমাদের সঙ্গে অংশীদার হতে পারে, আমাদের পরামর্শ অনুযায়ী তারা সিস্টেমটি বিকাশ করতে পারে ৷ "