পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"সশস্ত্র বাহিনীর পছন্দ মতো ভারতের মধ্যেই আমরা অস্ত্র তৈরি করতে সক্ষম " - DRDO

ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) গত পাঁচ সপ্তাহে প্রায় 10 টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে ৷ এই বিষয়ে DRDO প্রধান সতীশ রেড্ডি বলেন , "আমি একটি কথা বলতে চাই , দেশ যেভাবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এবং বিশেষত গত পাঁচ থেকে ছয় বছরে যেভাবে নিজেকে বিকশিত করেছে , বিভিন্ন পরীক্ষায় যেভাবে অগ্রগতি হয়েছে , তাতে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ভারত সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জন করেছে ৷"

DRDO
DRDO প্রধান সতীশ রেড্ডি

By

Published : Oct 14, 2020, 4:45 PM IST

দিল্লি , 14 অক্টোবর : ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে এবং সশস্ত্র বাহিনীর যা প্রয়োজন তা দেশের মধ্যেই উৎপাদন করতে পারে । 40 দিনে ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO)-র বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা সফল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ এমনটাই ঘোষণা করলেন DRDO প্রধান সতীশ রেড্ডি ৷

ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) গত পাঁচ সপ্তাহে প্রায় 10 টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে ৷ যার মধ্যে রয়েছে শৌর্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র , ব্রহ্মোস , পৃথ্বী পারমাণবিক-সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র , রুদ্রম-I ইত্যাদি ৷ একটি সাক্ষাৎকারে DRDO প্রধান সতীশ রেড্ডি বলেন , "আমি একটি কথা বলতে চাই , দেশ যেভাবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এবং বিশেষত গত পাঁচ থেকে ছয় বছরে যেভাবে নিজেকে বিকশিত করেছে , বিভিন্ন পরীক্ষায় যেভাবে অগ্রগতি হয়েছে , তাতে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ভারত সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জন করেছে ৷"

ক্ষেপণাস্ত্র আমদানি বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর কোনও প্রয়োজন আছে কি না , সেই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন , "সশস্ত্র বাহিনীর চাহিদা অনুযায়ী আমরা এখন যে কোনও ধরনের অস্ত্র উৎপাদন করতে সক্ষম ৷ বেসরকারি সেক্টরও আমাদের সঙ্গে অংশীদার হতে পারে, আমাদের পরামর্শ অনুযায়ী তারা সিস্টেমটি বিকাশ করতে পারে ৷ "

পূর্ব লাদাখে যখন ভারত-চিন অশান্তি অব্যাহত তখন এই সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কতটা সফল বা তার শক্তি কতটা তা জানতে চাইলে রেড্ডি বলেন , DRDO আমাদের সশস্ত্র বাহিনীকে সজ্জিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।এমনকী , কোরোনা পরিস্থিতিতে বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন । প্রত্যেকেই প্রস্তুত থাকে ৷ তাই যখনই কোনও সিস্টেম তৈরি হয় , আমরা বারবার তার পরীক্ষা চালিয়ে যাই ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত DRDO-র অবদান কী তা নিয়ে প্রশ্ন করা হলে DRDO প্রধান বলেন, " DRDO অনেক ক্ষেত্রে কাজ শুরু করে দিয়েছে এবং এখন আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমরা শক্তিশালী ক্ষেপণাস্ত্র , রাডার , বন্দুক এবং যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে আমরা এখন আত্মনির্ভর ৷ "

তিনি আরও বলেন , “ DRDO বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে বিভিন্ন সিস্টেমের দিকে নজর রাখছেন যা এখন আমদানি হচ্ছে এবং দেশীয় ব্যবস্থায় তৈরির চেষ্টা করছে এবং দেশীয়ভাবে সিস্টেম বিকাশের জন্য জোর দেওয়া হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details