দিল্লি, 31 অগাস্ট: সুপ্রিম কোর্টে রায়ের পর আজ আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, বিচার ব্যবস্থার বিরুদ্ধে তার করা টুইট নিয়ে সুপ্রিম কোর্টের অবমাননা মামলায় কোর্ট যে জরিমান ধার্য করেছে তা তিনি সম্মানের সঙ্গে দেবেন ৷ সেই সঙ্গে তিনি রায় পুর্নবিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করতে পারেন বলেও ইঙ্গিত দেন৷
তিনি জানান, দেশের বিচার ব্যবস্থার উপর তার সম্মান ও আস্থা আছে ৷ এবং তিনি যেই টুইট করেছিলের সেই টুইটের মধ্যে দিয়ে দেশের শীর্ষ আদালত বা বিচার ব্যবস্থার অবমাননা করতে চাননি ৷ তিনি বলেন, " আমার অধিকার আছে আমি রায় পুর্নবিবেচনার জন্য আবেদন জানাতে পারি ৷ তবে আমি কোর্টের নির্দেশ মত জরিমানা প্রদান করব ৷"
টুইটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে এবং প্রধান কোর্টের অবমাননায় দোষী সাব্বস্ত আইনজীবী প্রশান্ত ভূষণকে এক টাকা জরিমানা করে সুপ্রিম কোর্ট ৷ 15 সেপ্টেম্বরের মধ্যে জরিমান প্রদান করার নির্দেশ দেওয়া হয় ৷ দিতে ব্যর্থ হলে প্রশান্ত ভূষণকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে ৷ এবং সেই সঙ্গে তিন বছরের জন্য কোর্টে প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে ৷