পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"সম্মানের সঙ্গে 1 টাকা জরিমান দেব, সেই সঙ্গে রায় পুর্নবিবেচনার সুযোগও রয়েছে": প্রশান্ত ভূষণ - আইনজীবী প্রশান্ত ভূষণ

" আমার অধিকার আছে আমি রায় পুর্নবিবেচনার জন্য আবেদন জানাতে পারি ৷ তবে আমি কোর্টের নির্দেশ মত জরিমানা প্রদান করব ৷" বললেন প্রশান্ত ভূষণ ৷

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

By

Published : Sep 1, 2020, 8:53 PM IST

দিল্লি, 31 অগাস্ট: সুপ্রিম কোর্টে রায়ের পর আজ আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, বিচার ব্যবস্থার বিরুদ্ধে তার করা টুইট নিয়ে সুপ্রিম কোর্টের অবমাননা মামলায় কোর্ট যে জরিমান ধার্য করেছে তা তিনি সম্মানের সঙ্গে দেবেন ৷ সেই সঙ্গে তিনি রায় পুর্নবিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করতে পারেন বলেও ইঙ্গিত দেন৷

তিনি জানান, দেশের বিচার ব্যবস্থার উপর তার সম্মান ও আস্থা আছে ৷ এবং তিনি যেই টুইট করেছিলের সেই টুইটের মধ্যে দিয়ে দেশের শীর্ষ আদালত বা বিচার ব্যবস্থার অবমাননা করতে চাননি ৷ তিনি বলেন, " আমার অধিকার আছে আমি রায় পুর্নবিবেচনার জন্য আবেদন জানাতে পারি ৷ তবে আমি কোর্টের নির্দেশ মত জরিমানা প্রদান করব ৷"

টুইটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে এবং প্রধান কোর্টের অবমাননায় দোষী সাব্বস্ত আইনজীবী প্রশান্ত ভূষণকে এক টাকা জরিমানা করে সুপ্রিম কোর্ট ৷ 15 সেপ্টেম্বরের মধ্যে জরিমান প্রদান করার নির্দেশ দেওয়া হয় ৷ দিতে ব্যর্থ হলে প্রশান্ত ভূষণকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে ৷ এবং সেই সঙ্গে তিন বছরের জন্য কোর্টে প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে ৷

মামলায় রায় দিতে গিয়ে বলে সুপ্রিমকোর্ট বলে "বাক স্বাধীনতা কখনই সঙ্কুচিত করা যায় না" ৷ সেই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের মন্তব্যকেও প্রাধান্য দেয় প্রধান কোর্ট ৷ এরপরই সাংবাদিকদের প্রশান্ত ভূষণ জানান, আজ তিনি সেই চিঠি সর্ব সমক্ষে প্রকাশ করবেন ৷ যেখানে উল্লেখ থাকবে যে তিনি জরিমান প্রদান করবেন নাকি অন্য কোনও বিকল্প পথ নেবেন ৷

আরও পড়ুন:আদালত অবমাননায় প্রশান্ত ভূষণকে 1 টাকা জরিমানা

তারপরই 1 টাকার কয়েন হাতে নিয়ে নিজের একটি ছবি টুইট করে বলেন, " সুপ্রিম কোর্টের আদালত অবমাননার রায়ের পর আমারা আইনজীবী এবং সিনিয়র সহকর্মী রাজীব ধওয়ান আমাকে এক টাকা দিয়েছে আমি তা গ্রহণ করেছি ৷"

ABOUT THE AUTHOR

...view details