পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সাদা পতাকা - Loc

জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে গতকাল নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে পাকিস্তান সেনা ।

জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সাদা পতাকা

By

Published : Sep 14, 2019, 1:28 PM IST

শ্রীনগর, 14 সেপ্টেম্বর : 10 ও 11 সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল । সেই হামলার কড়া জবাব দেয় ভারত । ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের 2 জওয়ান মারা যায় । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টরের ঘটনা । জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে গতকাল নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে পাকিস্তান সেনা ।

সেনা সূত্রে জানা গেছে, মৃত পাকিস্তানি জওয়ানদের মধ্যে একজনের নাম গুলাম রশুল । সে পাকিস্তানের বাহাওয়ালাঙ্গার এলাকার বাসিন্দা ছিল ।

ভারতীয় সেনা জানিয়েছে, প্রথমে পাকিস্তানের তরফে কভার ফায়ার করে মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । তাতে বিফল হওয়ায় শেষ পর্যন্ত তারা নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে ।

ABOUT THE AUTHOR

...view details