পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গ চায় গুজরাতের মতো উন্নয়ন : মোদি - bjp

শপথ নেওয়ার আগে গুজরাতে গেলেন নরেন্দ্র মোদি। সেখানেও তাঁর বক্তব্যে উঠে এল পশ্চিমবঙ্গের কথা।

নরেন্দ্র মোদি

By

Published : May 27, 2019, 4:21 AM IST

আহমেদাবাদ, 27 মে : পশ্চিমবঙ্গের মানুষ চায় যে রাজ্যে ক্ষমতায় আসুক BJP। কারণ তাদের চাই গুজরাতের মতো উন্নয়ন । গতকাল আহমেদাবাদে এই মন্তব্য করেন নরেন্দ্র মোদি ।

তিনি বলেন, "সোশাল মিডিয়ায় বাংলার এক বয়স্ক মহিলার ইন্টারভিউ দেখছিলাম । সেখানে তাঁকে বারবার মোদি মোদি বলতে শোনা গেল । কিন্তু, কাকে ভোট দেবেন জিজ্ঞাসা করা হলে বলেন, কমিউনিস্টদের ভোট দেবেন ।
তিনি যেখানে গুজরাতের মতো উন্নয়ন চান, সেখানে তাদের ভোট কেন ? তখন তিনি বলেন, এটা বাংলা । এখানে আমরা প্রকাশ্যে এগুলো বলতে পারি না । তুমি জানো না তোমার সঙ্গে কী ঘটতে পারে ।"

মোদি বলেন, 2014 সাল থেকে তিনি যাওয়ার আগেই দেশের প্রতিটি প্রান্তে গুজরাতের উন্নয়নমূলক পদক্ষেপের কথা পৌঁছে গেছে ।

2014 সালে পশ্চিমবঙ্গে 2টি আসন পেয়েছিল BJP । এবার তা বেড়ে হয়েছে 18 । আর এবার তাদের লক্ষ্য 2021-এর বিধানসভা নির্বাচন ।

ABOUT THE AUTHOR

...view details