পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা : ধর্মগুরুদের সঙ্গে কথা উপরাষ্ট্রপতির - লকডাউন

কোরোনা পরিস্থিতিতে সকলের পাশের থাকার জন্য, মানবিক হওয়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করতে পারেন ধর্মগুরুরা । তাঁদের পরামর্শ এই পরিস্থিতিতে মানুষকে সঠিক পথে চালিত করতে পারে । এবিষয়ে কয়েকজন ধর্মগুরুর সঙ্গে আলোচনা করলেন উপরাষ্ট্রপতি ।

ছবি
ছবি

By

Published : May 8, 2020, 9:27 AM IST

দিল্লি, 8 মে : লকডাউনে কেমন আছেন ধর্মগুরুরা ? কেমনই বা আছেন সমাজ কর্মীরা ? খোঁজ নিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু । পাশাপাশি এই পরিস্থিতিতে সকলের পাশে থাকতে, সকলকে সাহায্য করতে, মানুষকে অনুপ্রাণিত করার জন্য তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও পরামর্শ দিলেন তিনি ।

কোরোনার জেরে লকডাউন দেশে । চলছে লকডাউনের তৃতীয় দফা । শেষ হওয়ার কথা 17 মে । তবে, লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । যার জেরে আদৌ লকডাউন উঠবে কি না কেউ জানে না । এরই মধ্যে ভিন রাজ্যে বা দেশের বাইরে আটকে রয়েছেন বহু মানুষ । কারও টাকা নেই, কারও খাবার নেই । এরপর কোথাও পুলিশকে মারধর, কোথাও স্বাস্থ্য কর্মীদের মারধর তো কোথাও অ্যাম্বুলেন্স কর্মীদের একঘরে করে দেওয়ার ছবি সামনে আসছে । ধর্মীয় ভেদাভেদও বাদ যাচ্ছে না । এমন কঠিন পরিস্থিতিতে মানুষকে মানবিক থাকার জন্য আবেদন করা হলেও কাজ হচ্ছে না । তাই এই সব ক্ষেত্রে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন ধর্মগুরুরা । তাঁদের পরামর্শ এই পরিস্থিতিতে মানুষকে সঠিক পথে চালিত করতে পারে । এই নিয়ে কয়েকজন ধর্মগুরুর সঙ্গে আলোচনা করেন উপরাষ্ট্রপতি ।

গতকাল একটি টুইট করে উপরাষ্ট্রপতির অফিস থেকে পুরো বিষয়টি জানানো হয় । উপরাষ্ট্রপতি মনে করেন, দুস্থদের সাহায্য করতেও মানুষকে উৎসাহ দিতে পারেন এই সকল ধর্মগুরুরা । যা নিয়েও আলোচনা করেন তিনি । ধর্মগুরুদের পাশাপাশি সমাজকর্মীদেরও একই কাজের পরামর্শ দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details