পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনামুক্ত উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু - corona

AIIMS-র চিকিৎসকরা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কোরোনা পরীক্ষা করেন । তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে । কোরোনা আক্রান্ত হওয়ার পর 29 সেপ্টেম্বর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন ।

ছবি
ছবি

By

Published : Oct 13, 2020, 8:06 AM IST

দিল্লি, 13 অক্টোবর : কোরোনামুক্ত হলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ গতকাল তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

29 সেপ্টেম্বর কোরোনায় আক্রান্ত হন উপরাষ্ট্রপতি ৷ তখন তিনি উপসর্গহীন ছিলেন ৷ হোম-আইসোলেশেনে তাঁর চিকিৎসা চলছিল ৷

গতকাল, উপরাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, AIIMS-র চিকিৎসকরা তাঁর কোরোনা পরীক্ষা করেছেন । সেখানে উপরাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে । বর্তমানে তিনি ভালো আছেন ৷ মনে করা হচ্ছে, কয়েকদিন বাদে থেকেই তিনি কাজে যোগ দেবেন ৷

ABOUT THE AUTHOR

...view details