শ্রীনগর, ৬ এপ্রিল :নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। ঘটনাটি সোপিয়ানের ইমাম সাহেবি এলাকার। অন্যদিকে, আজ কাশ্মীরের ওয়ারপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মহঃ রফি ইয়াটু নামে এক সেনা জওয়ান শহিদ হন।
কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ জওয়ান - Kashmir
সোপিয়ানের ইমাম সাহেবি এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। অন্যদিকে,কাশ্মীরের ওয়ারপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন এক সেনা জওয়ান।
নিরাপত্তাবাহিনী
আজ সেখানে দীর্ঘক্ষণ নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, 1 এপ্রিল জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় চার জঙ্গি। গুলির লড়াই চলার সময় জখম হন দুই জওয়ান। ওই চার জঙ্গি লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে দু'টো AK রাইফেল, একটা SLR ও একটা পিস্তল পাওয়া গেছে।
Last Updated : Apr 6, 2019, 6:20 PM IST