শ্রীনগর, 21 মার্চ : কাশ্মীরের বারামুল্লায় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম দুই জঙ্গি। উত্তর কাশ্মীরের বারামুল্লায় জঙ্গি উপস্থিতির নিরাপত্তারক্ষীরা খবর পায়। জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। ঘটনায় জখম হয়েছে নিরাপত্তাবাহিনীর এক আধিকারিক ও দুই জওয়ান। তাদের সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।
বারামুল্লায় নিকেশ দুই জঙ্গি, জখম তিন নিরাপত্তারক্ষী - army
কাশ্মীরের বারামুল্লায় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম দুই জঙ্গি। ঘটনায় জখম হয়েছে নিরাপত্তাবাহিনীর এক আধিকারিক ও দুই জওয়ান। তাদের সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।
আজ বারামুল্লার নাামালনারে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তাবাহিনী এলাকায় তল্লাশি চালায়। সেই সময় শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি। জঙ্গিদের দেহ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে এই আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।