পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জীবন্ত শিশুকে কবর দেওয়ার চেষ্টা, আটক 2 - police

জীবন্ত শিশুকে কবর দেওয়ার চেষ্টায় হায়দরাবাদের জুবলি বাসস্টপ থেকে গ্রেপ্তার দুই ব্যক্তি ৷ সকালে এক অটো চালক বিষয়টি দেখে পুলিশে জানান ৷ পুলিশ এসে গ্রেপ্তার করে দুইজনকে ৷

ছবিটি প্রতীকী

By

Published : Nov 1, 2019, 9:51 AM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর : একটি শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা ৷ এই অভিযোগে হায়দরাবাদে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি ৷ গতকাল সকালে জুবলি বাসস্টপের কাছে একজন অটোচালক একটি ব্যাগ হাতে দুই জন ব্যক্তিকে দেখেন ৷ তারা মাটি খুঁড়ে ব্যাগটি লুকানোর চেষ্টা করছিলেন ৷ সন্দেহ হওয়ায় ওই অটোচালক সঙ্গে সঙ্গে মারেডপল্লি থানার পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থানে পৌঁছে পুলিশ দেখে ওই দুই ব্যক্তির ব্যাগের মধ্যে রয়েছে একটি শিশু ৷

অভিযুক্তরা করিমনগর জেলার বাসিন্দা ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শিশুটি তাদের নাতনি ৷ অস্ত্রোপচারের সময় মৃত্যু হয় তার ৷ যেহেতু মৃতদেহ সাধারণ যাত্রী পরিবহনে বহন করা যায়না তাই তারা গর্ত খুঁড়ে মৃতদেহটি কবর দেওয়ার চেষ্টা করছিলেন ৷ যদিও পুলিশি পরীক্ষার সময় দেখা যায় ওই শিশুটি বেঁচে আছে ৷

পুলিশ শিশুটিকে গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করে ৷ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details