সোপিয়ান, 5 জুলাই : কাশ্মীরে ফের গুলির লড়াই । সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির । মৃতদের একজন মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি । নাম মুন্না লাহোরি । এর আগে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িত ছিল সে ।
সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে ৷ এই খবর পেয়ে চারিদিক সিল করে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী । সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা । পালটা জবাব দেয় জওয়ানরাও । গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির । সংঘর্ষের পর ঘটনাস্থান থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে ।