পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোপিয়ানে গুলির লড়াই, নিকেশ মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি সহ 2 - নিকেশ 2 জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ।

সোপিয়ানে গুলির লড়াই, নিকেশ 2 জঙ্গি

By

Published : Jul 27, 2019, 9:30 AM IST

Updated : Jul 27, 2019, 3:27 PM IST

সোপিয়ান, 5 জুলাই : কাশ্মীরে ফের গুলির লড়াই । সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির । মৃতদের একজন মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি । নাম মুন্না লাহোরি । এর আগে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িত ছিল সে ।

সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে ৷ এই খবর পেয়ে চারিদিক সিল করে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী । সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা । পালটা জবাব দেয় জওয়ানরাও । গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির । সংঘর্ষের পর ঘটনাস্থান থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে নিকেশ 2 জঙ্গি

এক পুলিশ আধিকারিক বলেন, "30 মার্চ বানিহালে নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলার সঙ্গে জড়িত ছিল । গত মাসে পুলওয়ামায় গাড়ি বোমা বিস্ফোরণের সঙ্গেও জড়িত ছিল মুন্না লাহোরি ।"

এর আগে 5 জুলাই সোপিয়ানেই সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জইশ-ই-মহম্মদ জঙ্গির ।

Last Updated : Jul 27, 2019, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details